হাতিয়ায় মাছ ধরা ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১
Published: 12th, September 2025 GMT
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চেয়ারম্যান ঘাটে রান্না করার সময় নৌকাটিতে বিস্ফোরণ হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো.                
      
				
আরো পড়ুন:
পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী আলতাফ জানান, দুইদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে আসে মাস্টার মাঝি নামে ট্রলারটি। পরে ১১ জন জেলে বাড়ি চলে যান। ট্রলারটি পাহারা দিতে ছিলেন হেমা মাঝি। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্না করছিলেন তিনি। এসময় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং হেমা দ্বগ্ধ হন।
তিনি আরো জানান, আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী জানান, রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে আগুনে ঝলসানো একজনকে আনা হয়েছিল। তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এসআই আবদুল বাতেন বলেন, “রান্না করার সময় বিস্ফোরণটি ঘটে। নদীতে এ ঘটনা হওয়ায় নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
ঢাকা/সুজন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/
বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/