জাবি শিক্ষিকা জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত
Published: 12th, September 2025 GMT
চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে জান্নাতুল ফেরদৌস মৌমিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টার আগে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
গভীর রাতে সংবাদ সম্মেলন: নির্বাচন ‘প্রশ্নবিদ্ধ’, তবে ফলাফল মেনে নেবে বাগছাস
জাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাবি বাগছাস
জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর শোকাহত হয়ে পড়েন তার সহকর্মীরা। চারুকলা বিভাগে তার মরদেহ নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা।
বিকেল ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষ হয়েছে।
জান্নাতুল ফেরদৌসের গ্রামের বাড়ি পাবনা শহরে। সেখানেই তাকে দাফন করা হবে। জান্নাতুলের সহপাঠী নজির আমিন চৌধুরী এ তথ্য জানান।
জান্নাতুল ফেরদৌসের স্বামীর নাম সিরাজুল ইসলাম। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে।
জাবির চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমাদের প্রিয় সহকর্মীর আচরণে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করবেন।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা এ সময় বলেন, “আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে যেন শান্তিতে রাখেন।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “তিনি একজন আদর্শ ও সবার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। কোনো অপরাধ থাকলে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য দান করেন।”
ঢাকা/সাব্বির/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।
এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।
মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’
মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে