বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘খরা মৌসুমে পানি না পাওয়ায় জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়ন করেছিলেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অনেক উপকার হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফের খাল খনর কর্মসূচি হাতে নেওয়া হবে।’’

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গোসাইবাড়ী কুমুল্লী এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মৌলবাদীরা বেহেশতের টিকিট বিক্রি করছে: গয়েশ্বর

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ডাকসুতে তারা জয় পেয়েছে: মোনায়েম মুন্না

সালাউদ্দিন টুকু বলেন, ‘‘তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি নির্বাচিত হলে, স্কুল-কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন করা হবে।’’

তিনি আরো বলেন, ‘‘বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।’’

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ