নৌযান দখল: ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভেনেজুয়েলা
Published: 14th, September 2025 GMT
ভেনেজুয়েলা অভিযোগ করেছে যে, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি মাছ ধরার নৌকাকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে আটক ও দখল করেছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ একটি নৌযানটিকে আটক করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা করেছে এবং এটিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তোলার কারণ হিসেবে উল্লেখ করেছে।
আরো পড়ুন:
জিতলে নিউ ইয়র্ক শহরে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব: মামদানি
যুক্তরাষ্ট্রে বিনিয়োগে দ্বিধাগ্রস্ত দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো: প্রেসিডেন্ট লি
শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস জেসন ডানহাম (ডিডিজি-১০৯) নয়জন জেলে বহনকারী একটি মাছ ধরার নৌযানকে আটকে দেয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজটি থেকে ১৮ জন সশস্ত্র সেনা নেমে নৌযানটি দখলে রাখে টানা আট ঘণ্টা ধরে।
মন্ত্রণালয় এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত সামরিক শক্তির অবৈধ ব্যবহার এবং সরাসরি উসকানি’ বলে উল্লেখ করেছে।
এর আগে গত সপ্তাহে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক অভিযানে ১১ জন ভেনেজুয়েলান নিহত হন এবং একটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র দাবি করে নৌকাটি মাদক পরিবহন করছিল, যদিও কোনো প্রমাণ দেয়নি। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, নিহতরা কোনো গ্যাং সদস্য ছিল না। “যুক্তরাষ্ট্র প্রকাশ্যে স্বীকার করেছে যে ১১ জনকে হত্যা করেছে। এটা খুন ছাড়া কিছুই নয়,” তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন।
হোয়াইট হাউজ এই হামলার পক্ষে সাফাই গেয়েছে। মুখপাত্র আনা কেলি নিহতের “ভয়ঙ্কর ট্রেন দে আরাগুয়ার মাদক সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, নিকোলাস মাদুরো ‘ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন’ এবং তিনি একজন ‘পলাতক’।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ভেনেজুয়েলার সরকার ও মাদক পাচারকারীদের মধ্যে সমন্বয়ের কোনো প্রমাণ নেই। তবে ট্রাম্প প্রশাসন এর সঙ্গে একমত নন।
ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কাছাকাছি সিউদাদ কারিবিয়া থেকে সেনা, পুলিশ ও বেসামরিক মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দেশের ২৮৪টি ‘যুদ্ধফ্রন্ট’ স্থানে বাহিনী মোতায়েন করা হবে। মাদুরো বলেন, “প্রয়োজন হলে আমরা সশস্ত্র লড়াইয়ের জন্য প্রস্তুত।”
গত দুই মাসে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ানে ৭টি যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। এতে রয়েছে ৪,৫০০ জনের বেশি নৌসেনা ও মেরিন। জাহাজগুলোতে হেলিকপ্টার ও টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্রের পি-এইট গোয়েন্দা বিমান এলাকায় টহল দিচ্ছে ও আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালাচ্ছে।
জানুয়ারিতে হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে, ট্রাম্প প্রশাসন মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি মাদক পাচারকারী সংগঠন ও অপরাধী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া এবং কার্টেল অব দ্য সানস, যেটি যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্ট মাদুরো ও তার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা পরিচালনা করে। তবে কারাকাস সরকার এটি অস্বীকার করে আসছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস
নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১
স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২
পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২
টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫
ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস