বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
Published: 16th, September 2025 GMT
চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কবে কবে ম্যাচ হবে, আপাতত শুধু সেটিই ঠিক হয়েছে, ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি। কাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। সিরিজের পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরওয়ানডে সিরিজ• প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর ২০২৫
• দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর ২০২৫
• তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর ২০২৫
টি-টোয়েন্টি সিরিজ
• প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর ২০২৫
• দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর ২০২৫
• তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর ২০২৫আরও পড়ুনকীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোরে উঠতে বাংলাদেশের হিসাব কী৭ ঘণ্টা আগে
শুধু বাংলাদেশ সফরই নয়, আরও তিনটি সফরের সূচিও জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ মাসের ২৭ তারিখে শারজায় নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের প্রায় তিন মাস লম্বা সফর।
বছরের শেষ তিন মাস দেশের বাইরেই কাটাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।