‘ব্যর্থতা’ শোধরানোর অঙ্গীকার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকির
Published: 20th, September 2025 GMT
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের অঙ্গীকার করেছেন। দায়িত্ব গ্রহণের পর গতকাল শুক্রবার জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ অঙ্গীকার করেন।
তরুণদের (জেন–জি) নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই পদে আসেন সুশীলা কারকি। তিনি বলেন, ক্রমবর্ধমান দুর্নীতি ও অন্যান্য ব্যর্থতা থেকে সৃষ্ট হতাশার কারণেই এ বিক্ষোভ শুরু হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে দুই দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভে কমপক্ষে ৭২ জন নিহত হন। আহত হন ২ হাজার ১০০ জনের বেশি মানুষ। ভাঙচুর ও অগ্নিসংযোগে সরকারি–বেসরকারি সম্পত্তি, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
সংবিধান ঘোষণার দশম বার্ষিকী উপলক্ষে নেপালের জাতীয় দিবসে সুশীলা কারকি বলেন, ‘আমাদের অবশ্যই এই সত্য মেনে নিতে হবে যে সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার সাংবিধানিক চেতনা ও লক্ষ্য পূরণে ব্যর্থতার কারণেই এ বিক্ষোভ হয়েছে।’
গত সপ্তাহে বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে আলোচনার পর সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২০ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ইউরোপীয় ফুটবলে আছে কয়েকটি বড় দলের ম্যাচ।এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ–শ্রীলঙ্কা
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ১, নাগরিক টিভি, টি স্পোর্টস
ত্রিনবাগো–সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ভারত–অস্ট্রেলিয়া
দুপুর ২টা, স্টার স্পোর্টস ১
লিভারপুল–এভারটন
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ব্রাইটন–টটেনহাম
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওয়েস্ট হাম–ক্রিস্টাল প্যালেস
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ম্যানচেস্টার ইউনাইটেড–চেলসি
রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুলহাম–ব্রেন্টফোর্ড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–এস্পানিওল
রাত ৮–১৫ মি., বিগিন অ্যাপ
হফেনহাইম–বায়ার্ন মিউনিখ
সন্ধ্যা ৭–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
লাইপজিগ–কোলন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২