খুলনাকে ফাইনালে তুললেন সেই অভিষেক
Published: 9th, October 2025 GMT
লড়াই করার মতো পুঁজিই ছিল চট্টগ্রামের। ভালো ছিল বোলিংয়ের শুরুটাও। কিন্তু শেষ দিকে ২৪ বলে ৪৮ রানের সমীকরণ মিলিয়ে খুলনাকে জিতিয়ে দিয়েছেন অভিষেক দাস ও নাহিদুল ইসলাম।
টস হেরে চট্টগ্রাম আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু খুলনা রান তাড়ায় নামার আগেই শুরু হয় বৃষ্টি। ৯ ওভারে তাঁদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৮ রানের। তাতে শুরুতে বেশ চাপেই পড়ে গিয়েছিল খুলনা।
৫ ওভার শেষে দলের রান ৫ উইকেটে ৩০। তখনই খুলনার নায়ক হয়েছেন অভিষেক দাস। লম্বা সময় ইনজুরিতে থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য যখন উইকেটে আসেন তখন দলের জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ৪৮ রান।
নাঈম হাসানের ষষ্ঠ ওভারের প্রথম বলে আফিফ হোসেন আউট হয়ে গেলে আরও বিপদে পড়ে খুলনা। ব্যাটিংয়ে নামেন নাহিদুল ইসলাম। নাঈমের ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে চাপ কিছুটা সামলে নেন তিনিই। ১৮ বলে সমীকরণ নেমে আসে ৩৫ রানে।
নাহিদুলের সঙ্গে জুটি বাঁধেন অভিষেক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হামাস–ইসরায়েলের সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি এবং সংলাপই যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায়। এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজতর করার জন্য অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ পুনরায় শুরু এবং গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটাবে। বাংলাদেশ আরও আশা করে, সংলাপের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।
গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের অনুসরণে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। আর পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় পাস হলে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে সরকারের মুখপাত্র জানিয়েছে।