Prothomalo:
2025-10-15@19:17:40 GMT
বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের ইংল্যান্ড-জয়ের স্বপ্ন
Published: 15th, October 2025 GMT
মেয়েদের ওয়ানডেতে কখনোই ইংল্যান্ডকে হারাতে পারেনি পাকিস্তান। কলম্বোয় আজ সেই অপূর্ণতা দূর করার ভালো সুযোগ পেয়ে গিয়েছিল পাকিস্তান নারী দল। কিন্তু বৃষ্টি এসে সেই স্বপ্ন ভাসিয়ে নিয়েছে।
বৃষ্টি বাধায় ৩১ ওভারে নেমে আসা ম্যাচে ১১৩ রানের লক্ষ্য পেয়েছিল ফাতিমা সানার দল। ৬.৪ ওভারে দলটি কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ৩৪ রান। এরপর আবার বৃষ্টি, খেলা আর শুরু করা যায়নি। ফল, পয়েন্ট ভাগাভাগি।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের এটিই প্রথম পয়েন্ট। ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দলটি আছে আট দলের মধ্যে আটে। অন্যদিকে এই ম্যাচের ১টি পয়েন্ট শীর্ষে তুলে দিয়েছে ইংল্যান্ডকে। ৪ ম্যাচে দলটির পয়েন্ট ৭, সমান ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্টও ৭। তবে ইংলিশরা শীর্ষে নেট রান রেটে এগিয়ে থাকায়।
ফাতিমা সানা নেন ৪ উইকেট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘থ্রি ইডিয়টস’ অভিনেতা আলী ফজলের অজানা ১০ তথ্য
ইনস্টাগ্রাম থেকে