সরকারবিরোধী আলোচনায় অচলাবস্থা নিরসনে রোববার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত কমিটির পাঁচজন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠক করছেন।
আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বৈঠককে পাকিস্তানের উন্নতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন। ইমরানের রাজনীতি করার অধিকার আছে বলেও দাবি করেন তিনি।
এদিকে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) প্রধান পীর পাগারা সৈয়দ সিবগাতুল্লাহ শাহ রাশদির সঙ্গে বৈঠক করেছে পিটিআই প্রতিনিধি দল। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সাইফ ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আলি দুররানি লাহোরে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় পিটিআই প্রতিষ্ঠাতাকে শুভকামনা জানান পীর পাগারা। সামা নিউজ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি