পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ওই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলার অপসারণসহ গ্রেপ্তারের দাবি জানান। 

সোমবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের সড়কে টিয়াখালী বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। 

অবস্থান কর্সসূচি চলাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘‘বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্মকর্তারা আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি দিয়েছে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেবে। কিন্তু স্থানীয় কাউকেই চাকরি দেওয়া হয়নি। এ ছাড়া জমির খুব কম মূল্য দিয়েছে এবং কর্মকর্তারা ব্যাপক দুর্নীতি করেছে। 

এ সময় দুই কর্মকর্তাকে অপসারণসহ দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। 

আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রবিউল আউয়াল অন্তর বলেন, ‘‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন করেনি তারা। আমাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’’

এ বিষয়ে জানতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে প্ল্যান্টের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই অবগত নন। 

ইমরান//

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ