কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষে আহত এক জামায়াত কর্মী মারা গেছেন। এ ঘটনায় জাসদ থেকে আসা বিএনপি নেতা-কর্মীকে দায়ী করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মারা যাওয়া খোকন আলী মোল্লা (৩৫) মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জামায়াতের জেলা নেতারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার বিকেল ৩টার দিকে বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর সংঘর্ষে অন্তত ৩৫ থেকে ৪০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমিটি গঠন নিয়ে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। নাম প্রত্যাহারের জন্য মুকুলের ওপর চাপ ও হুমকি দেন নাসির। এর প্রতিবাদে রোববার বিকেলে প্রতিবাদ সভা ডাকে জামায়াত। সেখানে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।

জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার  বলেন, বিএনপি নেতা নাসির জাসদ কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়।

মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, ‘নাসির একসময় ছাত্রদলের নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস্ ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, দু’পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে বলেন, ‘ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আসা নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় খোকন মোল্লা নিহত এবং আরও ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।   

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ