চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করেছেন পুলিশের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)। গত সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু করা আমরণ অনশন মঙ্গলবার বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল। গত সোমবার সকাল ৮টা থেকে সারাদিন তারা অবস্থান কর্মসূচি পালন করেন। দিনভর কোনো আশ্বাস না পেয়ে তারা আমরণ অনশন শুরু করেন। দাবি আদায়ে যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

অনশনরত অব্যাহতি পাওয়া এসআই নয়ন চন্দ্র দাস সমকালকে বলেন, ‘আমরা এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর অব্যাহতি পেয়েছি। সবার পরিবার প্রচণ্ড হতাশায় দিন পার করছে। এরই মধ্যে আমরা আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর আবেদন দিয়েছি যেন আমাদের পুনর্বহাল করা হয়। ৫ জানুয়ারি যখন আমরা সচিবালয়ের সামনে এসেছিলাম স্বরাষ্ট্র সচিব আমাদের বলেছিলেন তিনি আমাদের জন্য কাজ করবেন। কিন্তু এরপর এক সপ্তাহেও কোনো পদক্ষেপ না পেয়ে আমরা আবার এসেছি।’

আক্ষেপ করে নয়ন চন্দ্র দাস বলছিলেন, ‘রাজশাহীর সারদায় পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে আজ (মঙ্গলবার) এসআইরা র‍্যাংক ব্যাজ কাঁধে নিয়েছেন। এদিকে আমাদের অনেকে সচিবালয়ের সামনে কাফনের কাপড় পরে শুয়ে আমরণ অনশন করছেন। সারদায় বুধবার তাদের পাসিং প্যারেড নেওয়ার কথা রয়েছে।’

অনশনরত অব্যাহতি পাওয়া আরেক এসআই মো.

রকিবুল ইসলাম রকি সমকালকে বলেন, আমরা বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করি। স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমাদের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকাল থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করি। পরে বিকেলে আমরণ অনশন শুরু করি।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/

বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
  • ২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ
  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
  • বিদেশিদের বন্দর দেওয়ার সিদ্ধান্ত পাল্টাতে হবে