নিতাইগঞ্জে ৮দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু
Published: 16th, January 2025 GMT
শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির ও ভক্তদের উদ্যোগে বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী রামযজ্ঞের অধিবাসের মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
জানাগেছে, ১৬ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি ৮দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিচালনায় নিতাইগঞ্জ শ্রী গোপাল জিউর সম্প্রদায়।
২৫ জানুয়ারি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৬ জানুয়ারি দ্বি-প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি অন্তে- মহাপ্রসাদ বিতরণ এবং ২৭ জানুয়ারি রামায়ন গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।