জেল থেকে ‘রানা’ ঘায়েলের মিশনে রিপন!
Published: 18th, January 2025 GMT
পুরো নাম ফারুক হোসেন রিপন। স্থানীয়রা তাকে চেনেন সেমাই রিপন নামেই। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ধরাকে সরা জ্ঞ্যান করে চলা এই সেমাই রিপন কখনো শামীম ওসমান আবার কখনো ভিড়ে ছিলেন সাবেক মেয়র আইভীর বলয়ে। দলীয় প্রভাব থাকায় এলাকায় আধিপত্য বিস্তার, ভূমিদস্যুতা, প্রতারণা, কিশোরগ্যাং পরিচালনা, অর্থের বিনিময়ে বিচার-শালিসে প্রভাব খাটানো এমনকি গণমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করে হয়রানী মূলক সংবাদ প্রকাশ করানো সহ প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলাবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে রিপনের। এবার জেলে বন্দি থেকেও এসএস রানা নামে এক ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্বকে ঘায়েল করতে কূটচাল চেলে যাচ্ছে রিপন; এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মাদার প্রিন্টের স্বত্বাধিকারী এসএম রানার সাথে বিগত আওয়ামী লীগের শাসনামল থেকেই বিরোধ ছিলো সেমাই রিপনের। রানার জমি ব্যবসায় মধ্যস্থতাকারী তথা দালালের ভূমিকায় থেকেও করেছিলেন একেরপর এক প্রতারণা। এ নিয়ে মামলাও রয়েছে রিপনের বিরুদ্ধে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে যুবলীগ নেতা পরিচয় দেয়া রিপন স্থানীয় কতিপয় বিএনপি নেতাকে হাত করে রাতারাতি ভোলপাল্টে ফেলেন। যুবলীগ থেকে নিজেকে বিএনপি ঘরনার দাবি করে এলাকায় হৈচৈ ফেলে দেন। কেননা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলো রিপন। আওয়ামী লীগের শাসনামলেও যুবলীগের পরিচয়ে এলাকায় সর্বেসর্বা হয়ে উঠেছিলেন। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রুজু হয়েছে। মামলার এজাহারগুলোতে উল্লেখ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে রিপন।
৫ আগস্টের পর ভোলপাল্টানো এই যুবলীগ ক্যাডার অর্থের বিনিময়ে এক বিএনপি নেতার ছায়ায় থাকলেও রেহায় পায়নি। গত ১২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। তবে ৫ আগস্টের পরে এবং গ্রেফতার হওয়ার আগ পর্যন্তও রিপন ত্রাস সৃষ্টি করে বেড়িয়েছিলেন। তার কিশোরগ্যাং বাহিনী নিয়ে গত ৫ আগস্টের পর সৈয়দপুরে ব্যবসায়ী এসএম রানার জমি দখলের জন্য দফায় দফায় হামলা চালিয়েছিলো সে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ ক্যাডার রিপনকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা একাধিক হত্যা, চাঁদাবাজী, প্রতারণা ও ভূমিদস্যুতাসহ সোনারগাঁও রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হককে হেনস্থা ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শহীদ মাওলানা মোঃ ইকবাল হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় তদন্ত কর্মকর্তারা।
বর্তমানে জেলে বন্দি থাকলেও সেখান থেকেই ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে রিপন; এমন অভিযোগ ভুক্তভোগীর। ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এসএম রানাকে ঘায়েল করতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিপন ও তার পরিবারসহ সিন্ডিকেটের লোকেরা। এর মধ্যে সাগর নামে তার বেতনভুক্ত লোককে দিয়ে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দুইটি টেলিভিশন সহ নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এসএম রানাকে নিয়ে যেসকল সংবাদ প্রচার করানো হয়েছে, সেখানে সাগরসহ রিপন সিন্ডিকেটের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলে এসএম রানা বলেছেন, রিপন শত্রæতা বশতঃ তার পরিবার ও সহযোগিদের যোগসাজসে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়ে যাচ্ছে আড়াল থেকে।
এসএম রানা বলেন, “আমি মাদার প্রিন্ট নামক একটি স্বনামধন্য মুদ্রনশিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘ ২৫ বছর যাবৎ ব্যবসার সাথে সম্পৃক্ত। একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক কর্মকান্ডে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর, সাবেক ক্রিকেটার এবং শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং কোনো রাজনৈতিক দলের পদপদবী কিংবা প্রাথমিক সদস্যও নই। শহীদনগর সুকুমপট্টি এলাকার চিহ্নিত যুবলীগ ক্যাডার, ভূমিদস্যু, প্রতারক, মামলাবাজ এবং কূটকৌশলী হিসেবে পরিচিত ফারুক হোসেন রিপন আমার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার হামলাও চালিয়েছিল তার লোকেরা। জমির সীমানা প্রাচীর ভেঙ্গে সাইনবোর্ড সরিয়ে নিজেদের লোকের নামে সাঁটানো সহ জমি জবর দখল, গাছপালা নিধন ও নির্মান সামগ্রী লুটের ঘটনায় রিপনের লালিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিগত ১২ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা রুজু হয়। বর্তমানে রিপন জেল হাজতে থাকলেও আমাকে প্রতিপক্ষ ভেবে ষড়যন্ত্রের অংশ হিসেবে তার পরিবার ও সিন্ডিকেটের লোকদের দ্বারা কতিপয় সাংবাদিকদের নানা ভাবে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, মানহানীকর ও অসত্য সংবাদ প্রকাশ করিয়ে যাচ্ছে। আমাকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর ব্যবসায়িক অংশীদার বানিয়ে এবং রাজনৈতিক দলের লোক হিসেবে আখ্যাদিয়ে তানভীর আহমেদ টিটুর অস্ত্রের ভান্ডার নাকি আসার কাছে এবং ভুমিদস্যু ও সন্ত্রাসী বলে অপবাদ দিয়ে খবরের শিরোনাম করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা হয়। আমি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক হিসেবে সংশ্লিষ্ট বহু মানুষের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। কিন্তু রিপনের লোকেরা আমাকে ঘায়েলের টার্গেট নিয়ে বিসিবির সম্মানিত সভাপতি ও পরিচালকসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের সাথে আমাকে জড়িয়ে মিথ্যাচার করে যাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গত জুলাই-আগস্টে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালানোর মত মিথ্যা, কাল্পনিক ও ঘৃণিত অভিযোগে আমাকে জোরপূর্বক অপরাধী হিসেবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে।
একজন ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও দায়িত্বশীল পদে অবস্থান করে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা বা বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর মতো ঘৃণিত কর্মকান্ডে আমি কখনোই জড়িত ছিলাম না এবং আমার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার অভিযোগে কোনও মামলা নেই। অথচ প্রকৃত অপরাধিকে বাঁচানোর হীনস্বার্থে এবং সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও ঘায়েল করতে হত্যাসহ বহু মামলার আসামী হিসেবে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক সেমাই রিপনের লোকদের আর্থিক সহায়তায় উদ্দেশ্যপ্রনোদিত ভাবে স্থানীয় একটি কুচক্রিমহল ঈর্ষান্বিত হয়ে আমাকে নিয়ে অপপ্রচার করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে আসলেও তা বন্ধ হচ্ছে না। এটা দুঃখজনক।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ঘ য় ল করত ছ ত র জনত র জন ত ক ব যবস য় ৫ আগস ট এল ক য় আওয় ম
এছাড়াও পড়ুন:
তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। শনিবার (১ নভেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলে দেখা যায়, বুধবারের নির্বাচনে তিনি ৯৭ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। খবর বিবিসির।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনে স্বচ্ছতার অভাব এবং ব্যাপক অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচন ঘিরে দেশটিতে গত কয়েক দিনে সহিংসতায় কয়েক শ’ মানুষ নিহত ও বহু আহত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকার কারণে নিহতের সঠিক সংখ্যা যাচাই কঠিন হয়ে পড়েছে।
সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অস্থিরতা দমনে দেশজুড়ে কারফিউও বাড়ানো হয়েছে।
ক্ষমতাসীন চামা চা মাপিন্দুজি (সিসিএম) দলের প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের প্রশাসনের বিরুদ্ধে ভোটের আগে ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। প্রধান দুই বিরোধী দলকেই নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি।
ফলে নির্বাচনের পরই বৃহত্তম নগরী দার-এস-সালাম ও অন্যান্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবারও বিক্ষোভ অব্যাহত ছিল। অস্থিরতা বন্ধ করার জন্য সেনাপ্রধানের সতর্কবার্তা সত্ত্বেও বিক্ষোভকারীরা সামিয়ার পোস্টার ছিঁড়ে ফেলে এবং অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন এবং থানায় আগুন দেয়।
বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বেশিরভাগ তরুণ বিক্ষোভকারীরা, যারা নির্বাচনকে অন্যায্য বলে সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, সরকার প্রধান বিরোধী নেতাদের দমন করে গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে। প্রধান দুই বিরোধী নেতার মধ্যে একজন কারাগারে রয়েছেন এবং অন্যজনকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে।
বিরোধী চাদেমা দলের একজন মুখপাত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে তানজানিয়ার একটি কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, কমপক্ষে ৫০০ জন মারা যাওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কম্বো থাবিত এই সহিংসতাকে ‘এখানে-সেখানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী খুব দ্রুত ও দৃঢ়তার সাথে কাজ করেছে।”
প্রধান দুই বিরোধী দলীয় নেতার মধ্যে চাদেমা দলের টুন্ডু লিসুকে নির্বাচনের আগে রাষ্ট্রদোহের অভিযোগ আটক করা হয়, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং এসিটি-ওয়াজালেনডো দলের নেতা লুহাগা এমপিনাকে আইনি কৌশল খাটিয়ে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।
১৬টি প্রান্তিক দল, যাদের কারোরই ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য জনসমর্থন ছিল না, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।
সামিয়ার ক্ষমতাসীন দল সিসিএম, দেশটির রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। স্বাধীনতার পর থেকে কখনও কোনো নির্বাচনে সিসিএম হারেনি।
নির্বাচনের আগে, মানবাধিকার সংস্থাগুলো বিরোধী ব্যক্তিত্বদের জোরপূর্বক গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের নিন্দা জানিয়েছিল।
প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর ২০২১ সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সামিয়া ক্ষমতায় আসেন।
ঢাকা/ফিরোজ