পুরো নাম ফারুক হোসেন রিপন। স্থানীয়রা তাকে চেনেন সেমাই রিপন নামেই। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ধরাকে সরা জ্ঞ্যান করে চলা এই সেমাই রিপন কখনো শামীম ওসমান আবার কখনো ভিড়ে ছিলেন সাবেক মেয়র আইভীর বলয়ে। দলীয় প্রভাব থাকায় এলাকায় আধিপত্য বিস্তার, ভূমিদস্যুতা, প্রতারণা, কিশোরগ্যাং পরিচালনা, অর্থের বিনিময়ে বিচার-শালিসে প্রভাব খাটানো এমনকি গণমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করে হয়রানী মূলক সংবাদ প্রকাশ করানো সহ প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলাবাজ হিসেবে কুখ্যাতি রয়েছে রিপনের। এবার জেলে বন্দি থেকেও এসএস রানা নামে এক ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্বকে ঘায়েল করতে কূটচাল চেলে যাচ্ছে রিপন; এমন অভিযোগ উঠেছে। 


জানা গেছে, নারায়ণগঞ্জের তামাকপট্টি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও মাদার প্রিন্টের স্বত্বাধিকারী এসএম রানার সাথে বিগত আওয়ামী লীগের শাসনামল থেকেই বিরোধ ছিলো সেমাই রিপনের। রানার জমি ব্যবসায় মধ্যস্থতাকারী তথা দালালের ভূমিকায় থেকেও করেছিলেন একেরপর এক প্রতারণা। এ নিয়ে মামলাও রয়েছে রিপনের বিরুদ্ধে। 


এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে যুবলীগ নেতা পরিচয় দেয়া রিপন স্থানীয় কতিপয় বিএনপি নেতাকে হাত করে রাতারাতি ভোলপাল্টে ফেলেন। যুবলীগ থেকে নিজেকে বিএনপি ঘরনার দাবি করে এলাকায় হৈচৈ ফেলে দেন। কেননা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলো রিপন। আওয়ামী লীগের শাসনামলেও যুবলীগের পরিচয়ে এলাকায় সর্বেসর্বা হয়ে উঠেছিলেন। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর ও  সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রুজু হয়েছে। মামলার এজাহারগুলোতে উল্লেখ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে রিপন।  


৫ আগস্টের পর ভোলপাল্টানো এই যুবলীগ ক্যাডার অর্থের বিনিময়ে এক বিএনপি নেতার ছায়ায় থাকলেও রেহায় পায়নি। গত ১২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। তবে ৫ আগস্টের পরে এবং গ্রেফতার হওয়ার আগ পর্যন্তও রিপন ত্রাস সৃষ্টি করে বেড়িয়েছিলেন। তার কিশোরগ্যাং বাহিনী নিয়ে গত ৫ আগস্টের পর সৈয়দপুরে ব্যবসায়ী এসএম রানার জমি দখলের জন্য দফায় দফায় হামলা চালিয়েছিলো সে। 


এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ ক্যাডার রিপনকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা একাধিক হত্যা, চাঁদাবাজী, প্রতারণা ও ভূমিদস্যুতাসহ সোনারগাঁও রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হককে হেনস্থা ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শহীদ মাওলানা মোঃ ইকবাল হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয় তদন্ত কর্মকর্তারা। 


বর্তমানে জেলে বন্দি থাকলেও সেখান থেকেই ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে রিপন; এমন অভিযোগ ভুক্তভোগীর। ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এসএম রানাকে ঘায়েল করতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে রিপন ও তার পরিবারসহ সিন্ডিকেটের লোকেরা। এর মধ্যে সাগর নামে তার বেতনভুক্ত লোককে দিয়ে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দুইটি টেলিভিশন সহ নারায়ণগঞ্জের স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এসএম রানাকে নিয়ে যেসকল সংবাদ প্রচার করানো হয়েছে, সেখানে সাগরসহ রিপন সিন্ডিকেটের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলে এসএম রানা বলেছেন, রিপন শত্রæতা বশতঃ তার পরিবার ও সহযোগিদের যোগসাজসে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়ে যাচ্ছে আড়াল থেকে। 


এসএম রানা বলেন, “আমি মাদার প্রিন্ট নামক একটি স্বনামধন্য মুদ্রনশিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দীর্ঘ ২৫ বছর যাবৎ ব্যবসার সাথে সম্পৃক্ত। একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক কর্মকান্ডে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর, সাবেক ক্রিকেটার এবং শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং কোনো রাজনৈতিক দলের পদপদবী কিংবা প্রাথমিক সদস্যও নই। শহীদনগর সুকুমপট্টি এলাকার চিহ্নিত যুবলীগ ক্যাডার, ভূমিদস্যু, প্রতারক, মামলাবাজ এবং কূটকৌশলী হিসেবে পরিচিত ফারুক হোসেন রিপন আমার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার হামলাও চালিয়েছিল তার লোকেরা। জমির সীমানা প্রাচীর ভেঙ্গে সাইনবোর্ড সরিয়ে নিজেদের লোকের নামে সাঁটানো সহ জমি জবর দখল, গাছপালা নিধন ও নির্মান সামগ্রী লুটের ঘটনায় রিপনের লালিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিগত ১২ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা রুজু হয়। বর্তমানে রিপন জেল হাজতে থাকলেও আমাকে প্রতিপক্ষ ভেবে ষড়যন্ত্রের অংশ হিসেবে তার পরিবার ও সিন্ডিকেটের লোকদের দ্বারা কতিপয় সাংবাদিকদের নানা ভাবে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, মানহানীকর ও অসত্য সংবাদ প্রকাশ করিয়ে যাচ্ছে। আমাকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর ব্যবসায়িক অংশীদার বানিয়ে এবং রাজনৈতিক দলের লোক হিসেবে আখ্যাদিয়ে তানভীর আহমেদ টিটুর অস্ত্রের ভান্ডার নাকি আসার কাছে এবং ভুমিদস্যু ও সন্ত্রাসী বলে অপবাদ দিয়ে খবরের শিরোনাম করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা হয়। আমি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক হিসেবে সংশ্লিষ্ট বহু মানুষের সাথে আমার সু-সম্পর্ক রয়েছে। কিন্তু রিপনের লোকেরা আমাকে ঘায়েলের টার্গেট নিয়ে বিসিবির সম্মানিত সভাপতি ও পরিচালকসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের সাথে আমাকে জড়িয়ে মিথ্যাচার করে যাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গত জুলাই-আগস্টে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালানোর মত মিথ্যা, কাল্পনিক ও ঘৃণিত অভিযোগে আমাকে জোরপূর্বক অপরাধী হিসেবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে।

একজন ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও দায়িত্বশীল পদে অবস্থান করে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা বা বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর মতো ঘৃণিত কর্মকান্ডে আমি কখনোই জড়িত ছিলাম না এবং আমার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার অভিযোগে কোনও মামলা নেই। অথচ প্রকৃত অপরাধিকে বাঁচানোর হীনস্বার্থে এবং সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও ঘায়েল করতে হত্যাসহ বহু মামলার আসামী হিসেবে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক সেমাই রিপনের লোকদের আর্থিক সহায়তায় উদ্দেশ্যপ্রনোদিত ভাবে স্থানীয় একটি কুচক্রিমহল ঈর্ষান্বিত হয়ে আমাকে নিয়ে অপপ্রচার করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে আসলেও তা বন্ধ হচ্ছে না। এটা দুঃখজনক।”
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ঘ য় ল করত ছ ত র জনত র জন ত ক ব যবস য় ৫ আগস ট এল ক য় আওয় ম

এছাড়াও পড়ুন:

কারখানার বর্জ্যে মরছে নদ

ডাইং কারখানার বর্জ্যে মরছে ব্রহ্মপুত্র নদ। প্রকাশ্যে এ দূষণ ঘটলেও দেখার কেউ নেই। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ভুক্তভোগীদের। পরিবেশ কর্মকর্তা চাইছেন সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নরসিংদী সদর উপজেলায় অন্তত ৬০টি ডাইং কারখানা ব্রহ্মপুত্র দূষণের সঙ্গে জড়িত বলে জানা গেছে। নদের তীরে অবস্থিত এসব কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) থাকলেও তারা বর্জ্য পরিশোধন না করেই প্রতিদিন নদে ফেলছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এ নদের সঙ্গে সম্পর্কিত মানুষজন।
অভিযোগ রয়েছে, নদের তীরে অবস্থিত কারখানাগুলো ইটিপি রাখলেও তারা বর্জ্য পরিশোধন না করেই নদে ফেলছে। অনেক কারখানায় ইটিপি থাকলেও খরচ কমাতে বেশির ভাগ সময় তা বন্ধ রাখা হয়। এ ছাড়া বেশকিছু কারখানার ইটিপি প্রয়োজনের তুলনায় ছোট হওয়ায় সঠিকভাবে বর্জ্য পরিশোধন করা সম্ভব হয় না।
পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় রয়েছে ছোট-বড় ৫০টি ডাইং কারখানা। আড়াইহাজারে স্পিনিং মিলসহ ডাইং কারখানা রয়েছে অন্তত ১০টি। নরসিংদীর ডাইং কারখানাগুলোর মধ্যে পাঁচদোনা এলাকার আবদুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ, বাঘহাটা এলাকার ফাইভ অ্যান্ড ফাইভ ডাইং অ্যান্ড প্রিন্টিং, সাজেদা ডাইং, আনোয়ার ডাইং, শতরূপা ডাইং, রুকু ডাইং, মেসার্স একতা ডাইং, কুড়েরপাড় এলাকার ব্রাদার্স টেক্সটাইল, ইভা ডাইং, ভগীরথপুর এলাকার এম এমকে ডাইং, নীলা ডাইং, এইচ এম ডাইং, মা সখিনা টেক্সটাইল, মুক্তাদিন ডাইং, পাঁচদোনা এলাকার তানিয়া ডাইং, সান ফ্লাওয়ার টেক্সটাইল প্রভৃতি।
আড়াইহাজারের কয়েকটি কারখানা হলো– ভাই ভাই স্পিনিং মিলস, ছাবেদ আলী স্পিনিং মিল, রফিকুল ডাইং, দিপু ডাইং ও হাজী হাবিবুর ডাইং।
আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকার বাসিন্দা মিয়াজউদ্দিন মিয়া বলেন, দখল-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে নদটি। দেশীয় জাতের মাছের অভয়াশ্রম এ নদ থেকে মাছ হারিয়ে গেছে।
আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকার ইসমাইল হোসেন জানান, রফিকুল ডাইংয়ের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে পানির রং কালচে হয়ে গেছে। একই অবস্থা অন্য কারখানাগুলোর। বর্জ্য নদে ফেলার বিষয়ে স্থানীয়রা কথা বলতে গিয়ে উল্টো কারখানা কর্তৃপক্ষের হুমকির সম্মুখীন হয়েছেন। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রফিকুল ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম জানান, তাদের ইটিপি নেই। ডাইংয়ের পানি তারা নির্দিষ্ট পানির ট্যাংকে রাখেন, সরাসরি নদে ফেলেন না। ট্যাংকে জমানো পানি কোথায় ফেলেন জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গনেরগাঁও গ্রামের বাসিন্দা মাহবুব হাসান শুভর ভাষ্য, কুড়েরপাড় এলাকার ডাইং কারখানাগুলোর রং মেশানো বর্জ্য পরিশোধন না করে ব্রহ্মপুত্রে ফেলায় নদটি এখন মৃতপ্রায়। দূষণের কারণে দুর্গন্ধে এর পারে দাঁড়ানো যায় না। স্থানীয়রা অনেকবার প্রতিবাদ করেও প্রতিকার পাননি বলে জানান তিনি।
গত ১৫ এপ্রিল শিলমান্দী ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, ইভা ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানা থেকে বর্জ্য এসে পড়ছে নদের পানিতে। ভিডিও করতে দেখে কারখানা কর্তৃপক্ষ বর্জ্য ফেলা বন্ধ করে দেয়।
ইভা ডাইংয়ের ইটিপি ইনচার্জ রেজাউল করিম জানান, বিভিন্ন মহলের সঙ্গে সম্পর্ক রেখে তারা প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। অনেক কারখানা সরাসরি নদে বর্জ্য ফেললেও তারা নদ দূষণ করেন না। 
একই এলাকা ঘুরে দেখা গেছে, ফাতেমা ডাইংসহ ব্রহ্মপুত্রের তীরে গড়ে ওঠা কারখানাগুলো থেকেও নদে বর্জ্য ফেলা হচ্ছে। কিন্তু এ নিয়ে এসব কারখানার কেউ কথা বলতে রাজি হননি।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক কামরুজ্জামান জানান, নদে বর্জ্য ফেলার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক তারেক বাবু জানান, ব্রহ্মপুত্রে নদে সরাসরি বর্জ্য ফেলছে ডাইংসহ যেসব কারখানা সেসবের অধিকাংশই নরসিংদী জেলার অন্তর্গত। তাই নারায়ণগঞ্জ ও নরসিংদী প্রশাসনের যৌথ উদ্যোগে নদ দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন বলেন, কখনও কখনও কিছু কারখানা বর্জ্য পরিশোধন না করেই নদে ছেড়ে দেয়। কোন কারখানা নদ দূষণ করছে, স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠন তা জানালে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
  • কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন
  • কারখানার বর্জ্যে মরছে নদ