আড়াইহাজারে জাতীয় ফুটবল টূর্ণামেন্টে বালক অনুর্ধ্ব (১৭)  সাতগ্রাম ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে আড়াইহাজার শহিদ মঞ্জুর স্টেডিয়ামে ফাইলান খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার ট্রাইবেকারে গোপালদী পৌরসভাকে পরাজিত করেন  সাতগ্রাম ইউনিয়ন পরিষদ । খেলাশেষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

এই সময় সহকারী কমিশনার (ভূমি )নঈম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা:  আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম  রফিক উপস্থিত ছিলেন। খেলায় ২ পৌরসভা ও ১০  ইউনিয়নে মোট ১২টি দল অংশ নেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ