নতুন মডেলের ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট। নতুন বছরে নতুন প্রজন্মের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই পিসি লাইনআপ সামনে আসছে। সর্বাধুনিক এআই এজেন্ট জিম্যাট, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজ করবে।
সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট যুক্তরাষ্ট্রে কনজ্যুমার প্রদর্শনীতে (সিইএস) আগামী প্রজন্মের এআই পিসি লাইনআপ প্রদর্শন করেছে।
জানা গেছে, নতুন লাইনআপে আছে গেমিং, সৃষ্টিশীলতা ও উৎপাদনের ক্ষেত্রে প্রত্যাশিত পারফরম্যান্স। বিশেষ বৈশিষ্ট্য এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ, এএমডি রাইজেন এআই, ইন্টেল এনপিইউ ও মাইক্রোসফট কপিলট সমন্বিত এআই প্রযুক্তি। নির্মাতারা জানান, অরাস মাস্টার, অ্যারো ও গিগাবাইট গেমিং সিরিজের সবক’টি ল্যাপটপে উইন্ডফোর্স কুলিং, উন্নত টাইপিং অভিজ্ঞতা ও মাইক্রোসফটের এআই ফিচার যুক্ত করা হয়েছে। বিশেষত, অরাস মাস্টার সিরিজ ১৮ ইঞ্চি মিনি-এলইডি ডিসপ্লে, ইনটেল কোর আলট্রা ৯ প্রসেসর ও আরটিএক্স ৫০৯০ জিপিইউর সমন্বয়ে গেমারদের পরিষেবা নিশ্চিত করবে।
ওজন ১ দশমিক ৯ কেজি। গড়নে ১৬ দশিমক ৭ মিলিমিটার পাতলা। অ্যারো এক্স-১৬ দীর্ঘ ব্যাটারি লাইফ ও বহনযোগ্যতার সঙ্গে মাল্টিটাস্কিং পরিষেবায় কাজ করবে। ডলবি অ্যাটমস
সমৃদ্ধ সাউন্ড সিস্টেম প্রতিটি মডেলে সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এআই প
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।