নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার।’’

রবিবার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টার একান্ত সচিব মো.

জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রমুখ।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘‘দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রী হয়রানি ও ঘাটে নির্ধারিত ভাড়ার বেশি নিলে ইজারা বাতিল করে দেওয়া হবে।’’

তিনি আরো বলেন, ‘‘ভোলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৫টি আধুনিক মানের লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে। যাত্রীরা এসব ঘাটে সর্বাধিক সুযোগ-সুবিধা পাবেন।’’

ঢাকা/আদিল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি 

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

রবিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসেন পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকটির ১৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বর্তমান বাজারমূল্যে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেছেন তিনি।

আরো পড়ুন:

তিন ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান

রুমি এ হোসেন গত ২৮ জুলাই শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছেন, তার কাছে ব্যাংকটির ৩ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার ২০৯টি শেয়ার আছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারমূল্যে পাবলিক মার্কেটে ১৬ লাখ শেয়ার বিক্রি করা হবে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ