ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কার্গো ভিলেজ কমপ্লেক্সে’ আগুনের খবর দ্রুতই পেয়েছিল বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দল। তবে অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে তারা উৎসের কাছে গিয়ে আগুন নেভানোর সুযোগ পায়নি। দূর থেকে পানি ছিটিয়ে লাভ হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামের চরে নরওয়ের কবি লোকগানের স্কুল

নরওয়ের কবি ও গবেষক ভেরা সিদার (৮০)। প্রায় তিন দশক আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। গিয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর নামাজের চর এলাকায়, বন্যাদুর্গত মানুষের জীবন দেখতে। তখন চরের নারীদের গাওয়া গানের সুর তাঁকে মুগ্ধ করে। বাংলার লোকগানের প্রেমে পড়েন তিনি।

এরপর কেটে যায় অনেকটা সময়। কিন্তু বাংলার লোকগানের প্রতি ভেরা সিদারের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। নিজেই নরওয়েজিয়ান ভাষায় অনুবাদ করেছেন বাংলার মরমি সাধক ফকির লালন সাঁইয়ের গান। বাংলার লোকগানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ২০১৬ সালে তিনি ‘মায়ের তরী’ নামের সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।

‘মায়ের তরী’ কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৯টি কেন্দ্রে শিশু-কিশোরদের লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে। এখানে ৬০০ শিশু লালন, বাউল, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়াসহ নানা ধরনের লোকগান শিখছে। পাশাপাশি শিখছে বাঁশি, একতারা, দোতারা, তবলা, বেহালা ও ঢোল বাজানো।

ভেরা সিদার

সম্পর্কিত নিবন্ধ