সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন জিয়াউর রহমান : সজল
Published: 19th, January 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার সর্বোচ্চ প্রচেষ্টায় এই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছিল।
আজকে আমাদের সেই আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের নেতা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন। উনি কিন্তু নিজের পরিবারের কথা চিন্তা করে কিন্তু যুদ্ধের ঘোষণা দেয় নাই।
আরেকজন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর সাহেব উনি পাকিস্তানের রাষ্ট্রীয় অতিথিতা গ্রহণ করে পাকিস্তানের চলে গিয়েছিলেন। আমাদের নেতা পরিবারকে ফেলে রেখে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। সেই দলের সেই নেতার আদর্শিক কর্মী।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন।
রবিবার ( ১৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমরা সাড়ে ১৭ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ওয়ান ইলেভেনের দুই বছর আর আওয়ামী লীগের সাড়ে ১৫টি বছর। আমরা কিন্তু বিজয়ের পরে আজকে এই দেশে অবস্থান করছি। আর তারা কিন্তু ঠিকই এদেশ থেকে পালিয়ে গেছে।
আমরা কিন্তু এই সাড়ে ১৭টি বছর একদিনের জন্য দেশ ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। তাদের অপকর্মের কারণে কিন্তু তারা পালিয়ে গেছে। আমরা আমাদের নেতার আদর্শকে ধারণ করে রাজপথে ছিলাম। আরে ফ্যাসিবাদী সরকার হাজারো চেষ্টার পরও কিন্তু এই বিএনপি ধ্বংস করতে পারে নাই। বিএনপি আগের তুলনায় আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে।
আমাদের নেতা এমন সংগত ছিলেন তিনি ওয়াইসির ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করেছিলেন। শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে উনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। আমরা সেই নেতার আদর্শকেই বুকে ধারণ করি। দোয়া করবেন আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।
আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও আমাদের নেতা তারেক রহমানের জন্য যেন তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ র রহম ন ব এনপ র ইসল ম আদর শ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।