প্রীতম-এলিটাকে সঙ্গে নিয়ে কীসের আভাস দিলেন জয়া
Published: 20th, January 2025 GMT
প্রীতম হাসান ও এলিটা করিম দু’জনই সংগীতশিল্পী। ফলে তারা এক হওয়াই স্বাভাবিক। কিন্তু তাদের সঙ্গে যদি জয়া আহসান যুক্ত হন তবে সেটি ভাবনার বিষয়। আজ (২০ জানুয়ারি) সকালে অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে তার সঙ্গে দেখা যাচ্ছে এ সময়ের অন্যতম জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানকে।
ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘প্রীতম এবং এলিটার সাথে কাজ করতে পেরে খুবই এক্সাইটেড। আশা করছি আমরা খুব শিগগিরই আপনাদের সঙ্গে একটি দারুণ চলচ্চিত্র শেয়ার করতে পারব।'
জয়া আহসানের এই পোস্টটি ঘিরে এরইমধ্যে আগ্রহ তৈরি হয়েছে এই তারকার ভক্তদের মধ্যে। তবে কি ধরনের কাজে জয়া-এলিটা ও প্রীতম একসঙ্গে হাজির হবেন তা অনেকটা রহস্য হিসেবেই রাখা হয়েছে। জয়া তার স্ট্যাটাসে ফিল্ম শব্দটি দিয়ে ঠিক কি বুঝিয়েছেন তা কিছুই খোলাশা করেননি।
সেই একই ছবি রবিবার (১৯ জানিয়ারি) শেয়ার করেছিলেন প্রীতম। তিনিও উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’
একসঙ্গে এই তিন তারকাকে দেখে উচ্ছ্বাসিত তাদের ভক্তরাও। তাদের মতে, হয়ত দারুণ কিছু নির্মাণ হতে যাচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আহস ন
এছাড়াও পড়ুন:
বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করলেন দুই বিদেশি পর্যটক
‘এটি খুবই আনন্দায়ক খবর যে এই স্কুলে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীরা একসঙ্গেই বসে শান্তিপূর্ণভাবে পাঠ গ্রহণ করে। যেখানে ইসলাম-হিন্দু-খ্রিষ্টধর্মের শিক্ষার্থীরাও একই আসনে বসে পাঠ নিচ্ছে। সম্প্রীতি-ভালোবাসার এ দৃশ্য আমাদের বিমোহিত করেছে।’
আজ সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শনে এসে জার্মান নাগরিক অবসরপ্রাপ্ত চিকিৎসক মাথিয়াস রিচার্ড এ মন্তব্য করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুইজারল্যান্ডের নাগরিক অবসরপ্রাপ্ত রসায়নবিদ সিলভিয়া মাউরিজিও। ‘দেশ ঘুরি’ নামের একটি ট্যুরিস্ট সংস্থার মাধ্যমে তাঁরা এ বিদ্যালয় পরিদর্শনে আসেন।
বেলা সাড়ে ১১টায় তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এ সময় তাঁদের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। তাঁরা শ্রেণিকক্ষগুলোতে গিয়ে পাঠ উপস্থাপন দেখেন। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সঙ্গে ভাববিনিময় করে।
এ সময় দুই পর্যটক জানতে পারেন, এ বিদ্যালয়ে ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি শিশুরা একসঙ্গে পড়াশোনা করে। ইসলাম-হিন্দু-খ্রিষ্টধর্মের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ না করে একবেঞ্চে বসে পাঠ গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে তাঁরা খুবই খুশি হন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা খাতুন দুজনকে একটি গান গেয়ে শোনায়। বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীরা তাঁদের সামনে ঐতিহ্যবাহী নাচ-গান প্রদর্শন করে। সিলভিয়াও শিক্ষার্থীদের সঙ্গে নাচে অংশ নেন। সৃষ্টি হয় একটি আনন্দদায়ক পরিবেশের। এ সময় বাঙালি ও কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি-ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে খুশি হন।
বিদেশি দুই পর্যটকের সামনে আলোর স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা