উসমান-বিনুরার আচমকা বাদ পড়া নাকি অন্য কিছু!
Published: 22nd, January 2025 GMT
গত ৩ জানুয়ারি এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন চিটাগং কিংসের উসমান খান। পাকিস্তানি ডানহাতি ওপেনার দলের সাফল্যেরর অন্যতম রূপকার। সেঞ্চুরি বাদে বড় ইনিংস না খেললেও কার্যকরী শুরু এনে দিতেন।
চট্টগ্রামে শেষ চার ম্যাচে অবশ্য রান পাননি। ১০, ০, ১৯ ও ৭ শেষ চার ইনিংসে তার রান। আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) তাকে দল থেকে বাদ-ই দিয়েছে চিটাগং। কিন্তু সত্যিই কি বাদ নাকি পেছনে অন্য কোনো কিছু আছে? বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার রান ২৮৫। স্ট্রাইক রেট ১৬৭.
তাকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে সতীর্থ বিনুরা ফার্নান্দোর আচমকা বাদ পড়া নিয়ে। উসমানের মতো এই ম্যাচেও বিনুরা ছিলেন না। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই দুই নিয়মিত ক্রিকেটারের পরিবর্তে সুযোগ দেওয়া হয় জুবাইদ আকবারি ও হোসেনই তালাতকে। প্রথমবার এই দুই ক্রিকেটার নামেন অতি গুরুত্বপূর্ণ ম্যাচে।
আরো পড়ুন:
তানজিদের ব্যাটে হেসে খেলে ঢাকার চিটাগং জয়
লক্ষ্য নাগালে রাখল ঢাকা
চিটাগং কিংসের জন্য এই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। প্লে’অফ নিশ্চিতে তাদের একটি জয়ই যথেষ্ট। সঙ্গে চট্টগ্রাম পর্বে, ঘরের মাঠে দর্শকদের সামনে শেষ ম্যাচ। তাই ম্যাচটাতে ছিল আলাদা গুরুত্ব। কিন্তু হতশ্রী পারফরম্যান্সে ঢাকার কাছে স্রেফ আত্মসমর্পণ করে দলটি।
ম্যাচ চলাকালীন গুঞ্জন ছড়ায়, শ্রীলঙ্কান বিনুরা ফার্নান্দো পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণে দলের সঙ্গে মাঠেই আসেননি। একই কথা ছড়ায় উসমান খানকে নিয়েও। যদিও বিনুরার পারিশ্রমিক জটিলতার বিষয়টিকে অস্বীকার করেছেন দলের ম্যানেজার লাভলু।
‘‘না। এরকম কোনো কিছু নয়। আসলে আমাদের নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজকে আমাদের ব্যাটিং কিন্তু একটু গভীর রেখেছিলাম। যেহেতু ও (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া’’
পারিশ্রমিকের বিষয়ে তার ভাষ্য, ‘‘পারিশ্রমিকের কোনো সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। তাই এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়।’’
সংবাদ সম্মেলনে উসমান খানের বিষয়টি উঠেনি। পরবর্তীতে মুঠোফোনে লাভলু বলেছেন, ‘‘কালকে চলে যাবে (পাকিস্তান)। হয়তো কোনো ক্যাম্পে ডাক পেয়েছে। ২৩ তারিখে যাবে। ওদের জায়গায় কাদেরকে খেলাব সেটা দেখার জন্য আজকে খেলানো হয়নি। হুট করেই তো আর খেলানো যায় না। এজন্য বাকিদেরকে আজ খেলানো হয়েছে।’’
উসমান খানের সঙ্গে আলোচনায় ছিলেন পেসার মোহাম্মদ ওয়াসিম। ৬ ম্যাচে ৯ উইকেট নেওয়া ওয়াসিম দলের অনান্যদের তুলনায় একেবারে খারাপ করেননি। বিশেষ করে ডেথ ওভারে রান আটকে রাখার কাজটা করে আসছিলেন তিনি। কিন্তু তাকে শেষ দুই ম্যাচে খেলানো হয়নি।
ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, উসামন ও ওয়াসিম দুজনই আগামীকাল পাকিস্তান উড়াল দেবেন।
এদিকে পুরো দলের পারিশ্রমিক নিয়ে ম্যানেজার লাভলু বলেছেন, ‘‘সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ দেখা যায় ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ আবার ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের বাকিটাও... আমাদের তো সাত দিনের বিরতি আছে। এর মধ্যে আমরা বাকিগুলোও দিয়ে দেব আশা করি।’’
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উসম ন খ ন র জন য
এছাড়াও পড়ুন:
সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।
এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”
তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।
ঢাকা/নুরুজ্জামান/এস