‘ঈশ্বরের কাছে যাওয়ার আগে, আমি আমার বাবা-মায়ের কাছে যাই’
Published: 23rd, January 2025 GMT
বলিউডের বরেণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন— শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। বাবা-মাকে নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক জানালেন, তারা তার কাছে ঈশ্বরের সমতুল্য।
নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন অভিষেক বচ্চন। এ আলাপচারিতায় অভিষেক বচ্চন বলেন, “আমি ধার্মিক কিনা জানি না। সৃষ্টিকর্তার সঙ্গে আমার সমীকরণ আছে। কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার আগে, আমি আমার বাবা-মায়ের কাছে যাই। আমার মনে হয়, তাদের উপরই আপনার প্রথম নির্ভর করা উচিত। আমার কাছে, তারা ঈশ্বরের সমতুল্য।
নিজেকে পরিবারমুখী মানুষ উল্লেখ করে অভিষেক বচ্চন বলেন, “আমি যা কিছু করি, তা আমার পরিবারের জন্যই করি। আমি খুব পরিবারমুখী মানুষ। আমি যা কিছু করি, আমার পরিবারের জন্যই করি; তারাই আমার প্রিয় মানুষ।”
আরো পড়ুন:
সাইফের ওপরে হামলা নাকি অভিনয়, প্রশ্ন মন্ত্রীর
সেই অটোচালককে বুকে জড়িয়ে ধরলেন সাইফ আলী খান
“স্নেহময়, সহায়ক, সুস্থ-সুখী একটি পরিবার মানে আপনি ভালো। আমার কাছে পরিবারের মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বলেন অভিষেক বচ্চন।
দাদা হরিবংশ রাইকে নিয়ে গর্বিত অভিষেক বচ্চন বলেন, “আমার দাদুর দেওয়া উপাধি নিয়ে আমি গর্বিত। কাজের জন্য তিনি যে ভালোবাসা-সম্মান দিয়েছেন, তার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাব। আশা করি, আমার কন্যা এবং পরবর্তী জেনারেশন এটিকে সম্মান করবে।”
উত্তরাধিকার হিসেবে পদচিহ্ন রেখে যেতে চান অভিষেক বচ্চন। তার মতে, “আমার দাদা একজন কবি ছিলেন। আমার বাবা-মা অভিনয়শিল্পী। আমি এবং আমার স্ত্রীও অভিনয়শিল্পী। আমরা একটি সৃজনশীল উত্তরাধিকার। আমি যদি বাস্তবে কিছু রেখে যেতে পারি, তাহলে আমার মনে হয় এটি পরিবারের জন্য মূল্যবান অবদান হবে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র র জন য পর ব র র
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।