নৈতিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা দেশের সম্পদ হবে: আরএমপি কমিশনার
Published: 23rd, January 2025 GMT
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি বলেছেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। এর ফলে তারা আদর্শবান নাগরিক হিসেবে সমাজের সম্পদ হিসাবে গড়ে উঠবে। তারা দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে।”
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী নগরের তেরখাদিয়ায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করেন।
আরো পড়ুন:
৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ল
লক্ষ্মীপুরে শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। কোমলমতি শিশুদের দেশ ও পরিবারের সম্পদ হিসেবে গড়ে তুলতে এখন থেকে উদ্যোগ নিতে হবে।”
শাহীন শিক্ষা পরিবারে চেয়ারম্যান মুহাম্মদ মাছুুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাংবাদিক শ.
ঢাকা/কেয়া/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন: নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আরো পড়ুন:
রাকসু: ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ১২ দফা ইশতেহার
রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
আরএমপি কমিশনার বলেন, “এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের আয়তন যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে, সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।”
তিনি আরো বলেন, “নির্বাচন ঘিরে কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা লাগবে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাব।”
তফসিল অনুযায়ি, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।
ঢাকা/ফাহিম/মেহেদী