গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্দোলনের বিরোধিতাকারী এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত তথ্য প্রমাণাদি জমা দেওয়াও নির্দেশানা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া হামলাকারীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে ১১ সদস্য বিশিষ্ট ‘সত্যানুসন্ধান কমিটি’ পুনর্গঠন ও কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো.

মাহাবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রার দপ্তরে উপযুক্ত তথ্য প্রমাণাদি জমা দেবেন। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্দোলনের বিরোধিতাকারী এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানকে সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ‘সত্যানুসন্ধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা/বাদল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ