দুর্দান্ত প্রত্যাবর্তনে চেলসিকে হারিয়ে চারে সিটি
Published: 26th, January 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল করেছেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগ নিয়ে চেলসির পক্ষে গোল করেন ননি মাদুয়েক। তবে ৪২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের হেড থেকে সমতায় ফেরে সিটি। কর্নার থেকে আসা বলটি দারুণভাবে জালে পাঠিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির ডিফেন্সকে ফাঁকি দিয়ে অসাধারণ এক গোল করেন আর্লিং হল্যান্ড।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ফিল ফোডেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।
এই জয়ের ফলে ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি।
লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ লস
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।