ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল করেছেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।  

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগ নিয়ে চেলসির পক্ষে গোল করেন ননি মাদুয়েক। তবে ৪২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের হেড থেকে সমতায় ফেরে সিটি। কর্নার থেকে আসা বলটি দারুণভাবে জালে পাঠিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।  

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির ডিফেন্সকে ফাঁকি দিয়ে অসাধারণ এক গোল করেন আর্লিং হল্যান্ড।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ফিল ফোডেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।  

এই জয়ের ফলে ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি।  

লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ লস

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার আ’লীগ নেতা মাওলাদ

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। আজ বিকালে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

সম্পর্কিত নিবন্ধ