জামায়াতের ওপর হাত দেওয়ার ৭ দিনেই আল্লাহ তাকে নিষিদ্ধ করেন: গোলাম পরওয়ার
Published: 27th, January 2025 GMT
গত ১৬ বছর দেশ একটি কালো অধ্যায় পার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সব কিছু ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, এক দল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। সেই শাসনামলে আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, ছিল না ভোটাধিকার। এসময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের সব খুনের মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। তিনি আইন করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। আল্লাহ বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী ও প্রতিহিংসাপরায়ণ শাসকদের আল্লাহ হয়তো ছাড় দেন কিন্তু একদম ছেড়ে দেন না। জামায়াত শিবিরের ওপর হাত দেওয়ার সাত দিনেই আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিলেন। আর জামায়াত-শিবিরকে মর্যাদায় উত্তীর্ণ করে দিলেন আল্লাহ।’
সোমবার বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত তালা উপজেলা জামায়াতের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘যে জামায়াত কে তুমি নিষিদ্ধ করেছ, সেই জামায়াতের আমীরকে সেনাপ্রধান ডেকেছে, বঙ্গভবনে গিয়েছে। তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ সেই জামায়াত-শিবিরকে আবার সম্মানিত করেছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম ন ষ দ ধ কর আল ল হ
এছাড়াও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।
এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।
‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।
‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত