ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারের পাশের বাগানের গাছ থেকে মিঠুন হোসেন (২৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ভাটই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিঠুন শৈলকুপা উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। 

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম জানান, বাজারের পাশের বাগানের গাছে মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, লোকমুখে শুনে এসে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

ঢাকা/শাহরিয়ার/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ