মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ২০
Published: 28th, January 2025 GMT
মিয়ানমারের হাসপাতাল ও একটি জনবহুল গ্রামে ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দুই শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সম্প্রতি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় শান রাজ্যের কিয়াউকমে একটি জেলা হাসপাতালে বিমানবাহিনীর বোমা হামলায় দুই নারী স্বাস্থ্যকর্মীসহ তিনজন নিহত হন। এছাড়া চিকিৎসাধীন থাকা আরও অন্তত ২০ জন গুরুতর আহত হন। বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে হাসপাতালটি।
অন্যদিকে গত রোববার মান্দালয় অঞ্চলের মিংইয়াং টাউনশিপের সিংগুপ গ্রামে স্থানীয় একটি স্কুল লক্ষ্য করে বোমা হামলার পর হেলিকপ্টার থেকে গুলি চালায় জান্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৬ জন ও পরে আহত আরও একজন মারা যান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ন ত সরক র
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।