সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
Published: 28th, January 2025 GMT
সোনারগাঁয়ে নয়ন (৩২) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়ি কান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতো।
বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি। পরবর্তীতে মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা।
এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহাবুব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।