রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরিতে চলছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকাল থেকে রেলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরি হতে পারে কারণ ধর্মঘটের কারণে কর্মস্থল ছেড়ে যাওয়া অনেক কর্মীর কর্মস্থলে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ১০টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে তিনি জানান।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও  ঢাকা জেলার পুলিশ সুপার  মো. আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।

আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সম্পর্কিত নিবন্ধ