মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের জেরে ফের হামলা, অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ
Published: 31st, January 2025 GMT
মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনার জের ধরে মুন্সীগঞ্জ সদরের নদী তীরের কালিরচর গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে পিংকি আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা এক নারী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সকালে মেঘনা তীরবর্তী সদর উপজেলার কালীরচর গ্রামে এ ঘটনা ঘটে। পিংকি আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে কালীরচর গ্রামের কাছে মেঘনা নদীতে জহিরুল ইসলাম ও কিবরিয়া মিজির গ্রুপের মধ্যে গোলাগুলিতে রিফাত ও রাসেল নামের দুজন নিহত হয়। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জহিরুল ইসলামের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ একটি গ্রুপ কালীরচর গ্রামে প্রতিপক্ষ রাজু সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকিকে সামনে পেয়ে গুলি ছোড়ে তারা। এতে ওই নারীর উরুতে গুলি লাগে। পিংকির ভাই রাজু প্রতিপক্ষ কিবরিয়া মিজির সহযোগী।
গুলিবিদ্ধ পিংকি আক্তার বলেন, জহিরুল ইসলামের লোকজন আমার ভাইকে না পেয়ে আমাকে গুলি করে চলে যায়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, এ ঘটনার পর কালিরচর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ ক ল রচর গ র ম
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।