Risingbd:
2025-11-03@19:24:27 GMT

সেরা চারে কে কার মুখোমুখি

Published: 2nd, February 2025 GMT

সেরা চারে কে কার মুখোমুখি

শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসর। ৪৬ ম‌্যাচের বিপিএলের ৪২ ম‌্যাচ শেষ হয়েছে। বাকি চার ম‌্যাচ। দুইটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সাত দলের বিপিএল শুরু হয়েছিল গত ৩০ ডিসেম্বর। নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে শেষ হওয়া ৪২ ম‌্যাচের পর প্রতিযোগিতায় টিকে আছে এখন চার দল। যারা শিরোপার লড়াইয়ে আগামীকাল সোমবার থেকে মাঠে নামবে।

এদিন খেলা হবে দুইটি। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম‌্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস খেলবে প্রথম কোয়ালিফায়ার। ১২ ম‌্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা।

তাদের পরই আছে বিপিএলে ফেরা চিটাগং কিংস। ১২ ম‌্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। এই দুই দল শীর্ষ দুইয়ে শেষ করায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এলিমিনেটর ম‌্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। তারা তিন ও চার নম্বরে থেকে সেরা চার নিশ্চিত করেছে।  এলিমিনেটরের বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে।

প্রথম কোয়ালিফায়ার সোমবার সন্ধ‌্যা সাড়ে ছয়টায় শুরু হবে। এমিলিনেটর ম‌্যাচ হবে দুপুর দেড়টায়।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ‌্যান ১-১ এ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে।

চিটাগং কিংস গতকাল রাতে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামিয়েছে। ২৪ রানে তারা ম‌্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেট।

মুখোমুখি অবস্থান সমতায় থাকায় ‘ডু অর ডাই’ ম‌্যাচে লড়াইটা তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম ক য় ল ফ য় র

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ