মহাখালী রেলগেটে পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান
Published: 3rd, February 2025 GMT
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালী রেলগেট অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদেরকে ঘিরে রেখেছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন পুলিশ ও এপিবিএন সদস্যরা। রেলগেটের পশ্চিম দিকে জলকামান রাখা হয়েছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সেখানে থাকা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
এর আগে দুপুরে ঢাকা রেলস্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে ট্রেনটি উল্টোপথে ফিরে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাখালী রেলগেটে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলছিল।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি