নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। ২০০১ সালে প্রচারিত টেলিভিশন নাটক ‌‘মেটিওর গার্ডেন’-এ রোমান্টিক ভূমিকায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির

জাপানে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ‘বিগ এস’ নামে পরিচিত এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছোট বোন ডি সু। 

এক বিবৃতিতে অভিনেত্রীর বোন ডি বলেন, ‘আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় ও হৃদয়বান বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘এই জীবনে আমি তার বোন হতে পেরে, একে অপরের যত্ন ও একসঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞ বোধ করছি। সবসময়ই তার কাছে কৃতজ্ঞ এবং তার অভাব বোধ করব।’

যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বার্বি ঠিক কবে মারা গেছেন সেই তথ্য পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ইওয ন

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ