নিউমোনিয়ায় মারা গেলেন তাইওয়ানের তারকা অভিনেত্রী
Published: 3rd, February 2025 GMT
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। ২০০১ সালে প্রচারিত টেলিভিশন নাটক ‘মেটিওর গার্ডেন’-এ রোমান্টিক ভূমিকায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির
জাপানে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ‘বিগ এস’ নামে পরিচিত এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছোট বোন ডি সু।
এক বিবৃতিতে অভিনেত্রীর বোন ডি বলেন, ‘আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় ও হৃদয়বান বোন বার্বি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
তিনি বলেন, ‘এই জীবনে আমি তার বোন হতে পেরে, একে অপরের যত্ন ও একসঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞ বোধ করছি। সবসময়ই তার কাছে কৃতজ্ঞ এবং তার অভাব বোধ করব।’
যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বার্বি ঠিক কবে মারা গেছেন সেই তথ্য পাওয়া যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ইওয ন
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।