জামালপুরের মাদারগঞ্জে রাজনীতিতে জড়িত এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে নাজমুল ইসলাম খান নামের স্থানীয় ছাত্রদলের এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক ‍শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার অধীনস্থ মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম খানকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর (নাজমুল) সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন‘আমাক চিনো না, মাদারগঞ্জের আন্ডারগ্রাউন্ডটা আমিই নিয়ন্ত্রণ করি’২২ ঘণ্টা আগে

নাজমুল ইসলাম খানের কণ্ঠসদৃশ কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ১৫ সেকেন্ডের অডিওতে ইউনিয়ন যুবলীগের রাজনীতিতে জড়িত উপজেলা শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে তাঁকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়। গতকাল বুধবার সকালে অডিওটি ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে।

ওই ব্যবসায়ীর নাম মো.

মনোহর। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য এবং উপজেলা শহরের মুঠোফোন ব্যবসায়ী। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে।

ছড়িয়ে পড়া অডিওতে ছাত্রদল নেতার কণ্ঠসদৃশ ব্যক্তিকে ব্যবসায়ীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি যদি মেল হও, তাহলে তুমি মদ্দা মানুষের মতো বুক ফুলিয়ে চলবা। যেদিকে মন চায়, সেই দিকে যাবা। তুমাক নিয়ে থানাত যামু, এসপি অফিস যামু, ডিবি অফিস যামু। ব্যাক (সব) মিলতাল করমু। তুমি সম্ভবত আমাক চিনো না। হয়তো আমার সম্পর্কে আইডিয়া নাই। মাদারগঞ্জের আন্ডারগ্রাউন্ডটা আমিই নিয়ন্ত্রণ করি।’

এ সময় ব্যবসায়ী ওই নেতার নাম জানতে চাইলে তিনি বলেন, ‘নাম? সাক্ষাতে কথা হবে। আর দুই (দুই লাখ টাকা) কাল সকালবেলায় দিয়ে দিবা। শুনো, এখানে কোনো কথা হবে না, কোনো প্যাঁচাল হবে না, সাক্ষাতে এসে ডাইরেক্ট দিয়ে দিবা। তুমি তোমার সুবিধামতো জায়গায় থাকবা, আমাক ফোন দিবা। আমি যামু, সাক্ষাতে চা খামু, কথা কমু।’

বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য নাজমুল ইসলাম খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোনটি ধরেননি।

নাজমুলের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘সেই চিঠি ফেসবুকের মাধ্যমে আমিও দেখেছি। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সেটাই সঠিক সিদ্ধান্ত। দলের যে কারও কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম দ রগঞ জ ব যবস য় র ছ ত রদল র উপজ ল

এছাড়াও পড়ুন:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ১৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ২ ডিসেম্বর ২০২৫।

পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগের নাম ও পদসংখ্যা: কীটতত্ত্ব-১: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-১; ফরেস্ট ইকোলজি-১; সিলভিকালচার-১; ফরেস্ট প্রটেকশন-১; কৃষিবনায়ন ও পরিবেশ-১: রিমোট সেনসিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম-১

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৮ ঘণ্টা আগেপদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগের নাম ও পদসংখ্যা: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-২; ফরেস্ট ইকোলজি-১; সিলভিকালচার-১; ফরেস্ট প্রটেকশন-১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: প্রভাষক

বিভাগের নাম ও পদসংখ্যা: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন-১; ফিশারিজ বায়োলজি অ্যান্ড এ্যাকোয়‍্যাটিক এনভাইরনমেন্ট-১: অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি-১; এগ্রি-বিজনেস-১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ০৩ নভেম্বর ২০২৫আবেদনপত্র জমাদানের শেষ তারিখ

২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

শিক্ষক পদে আবেদনের পৃথক নির্ধারিত ফরম, নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট gau.edu.bd থেকে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ