যে রেকর্ডে বাংলাদেশ ও শ্রীলংকার পাশে বসল জিম্বাবুয়ে
Published: 7th, February 2025 GMT
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। বুয়াওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে টেস্ট ইতিহাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর তৃতীয় দল হিসেবে সব টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দেওয়ার কীর্তি গড়েছে তারা।
১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে এতদিন নিজেদের মাটিতে আফগানিস্তানসহ ১০টি টেস্ট খেলুড়ে দলকে স্বাগত জানিয়েছিল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজনের মাধ্যমে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের তালিকায় নাম লেখাল তারা।
এর আগে, ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একই অর্জন করে শ্রীলঙ্কা।
২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনও খুব বেশি টেস্ট খেলেনি। আফগানরা এখন পর্যন্ত খেলেছে মাত্র ৬টি টেস্ট, আর আয়ারল্যান্ড মাঠে নেমেছে ৫ ম্যাচে। তবে এবার আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, যা তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//