টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
Published: 10th, February 2025 GMT
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম আবদুল হালিম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে। নিহত ভ্যানযাত্রীর নাম রাজ্জাক আকন্দ (৫৪)। তিনি একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানচালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের মনোহরগঞ্জ উপজেলার ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন:
নিম্নমানের সরঞ্জাম দিয়ে সড়ক সংস্কার, দুদকের অভিযান
আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খিলা বাজার এলাকায় মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির নীলাচল পরিবহণের যাত্রীবাহী বাস পিছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলে যাত্রী শাহ আলম (৬৫) মারা যায়। তিনি খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অটোরিকশা চালক বাদলকে (১৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে (৬২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/রুবেল/বকুল