‘রক্ত গন্ধা জু্লাই’ দেখে কেঁদেছেন দর্শক
Published: 12th, February 2025 GMT
এক তরুণের কণ্ঠে শোনা গেল ‘এই, পানি লাগবে পানি!’ তখনই গুলির শব্দ। তারপর একসময় মঞ্চে হালকা আলোয় দেখা গেল একদল তরুণ-তরুণীকে, গায়ে তাঁদের লাল-সবুজ পতাকা। এরপর ছাত্ররা ‘পলাইয়েছে রে পলাইছে, স্বৈরাচার পলাইয়েছে। পলাইছে রে পলাইছে, খুনি হাসিনা পলাইছে’ বলে বিজয় মিছিল করেন। তখন বিজয়ের আনন্দে উচ্ছ্বাস-উল্লাসে মাতোয়ারা দর্শকেরা করতালি দিতে থাকেন। মঞ্চে এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন অনেক দর্শকও।
কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশুপার্কে গত মঙ্গলবার রাতে মঞ্চস্থ হলো নাটক ‘রক্ত গন্ধা জুলাই’। নাটকটি লিখেছেন লিটন আব্বাস। এতে অভিনয় করেন বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ১৮ জন শিক্ষার্থী।
নাটক দেখে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক নারী বলেন, ‘ছেলে প্রতিদিনই আন্দোলনে যেত। নাওয়া, খাওয়া, ঘুম ছিল না। তখন তো নিজের চোখে আন্দোলন দেখিনি। শুধু টিভিতে খবর দেখতাম। মঞ্চে যখন আবু সাঈদের ওপর নির্মমভাবে গুলি চালাল, তখন নিজের ছেলের কথা মনে হয়ে আবেগে কেঁদে ফেলেছি।’
‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে পৌর শিশুপার্কে তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি। এ নাট্যোৎসব চলবে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।