সাধারণ ক্রেতা ও করপোরেট গ্রাহকের জন্য ইউনিফাই অল-ইন-ওয়ান পিসিতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। পিসি ক্রয়ে গ্রাহক ন্যূনতম থেকে সর্বোচ্চ ছাড় মিলবে। ইউনিফাই অল-ইন-ওয়ান পিসির সঙ্গে ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো অফার ঘোষণা করেছে ব্র্যান্ডটি।
পিসি ও মনিটরের সঙ্গে র্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। তারহীন স্লিম ডেস্ক কম্পিউটার সেটআপ হিসেবে এমন পিসি দেশে ক্রমে জনপ্রিয় হচ্ছে। করপোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পিসির প্রয়োজন সামনে আসছে।
সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হওয়ার সঙ্গে এতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। অনলাইন সভায় প্রয়োজন পূরণ করবে এইচডি ওয়েবক্যাম।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো.
বর্তমানে পাঁচটি ভিন্ন সিরিজের ২০টির বেশি মডেলের অল-ইন-ওয়ান পিসি রয়েছে। আগ্রহীরা প্রয়োজনে কয়েকটি ফিচার যুক্ত করে নিতে পারবেন। বিশেষ মূল্যে ফিচারযুক্ত কয়েকটি ভ্যারিয়েন্টে পিসিগুলো নেওয়া যাবে।
পিসির বৈশিষ্ট্যে রয়েছে ইনটেলের কোর আই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই, এইচডি ক্যাম ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। থাকবে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র হক
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে