Samakal:
2025-11-03@19:58:58 GMT

বিল্টইন পিসিতে সুবিধা

Published: 12th, February 2025 GMT

বিল্টইন পিসিতে সুবিধা

সাধারণ ক্রেতা ও করপোরেট গ্রাহকের জন্য ইউনিফাই অল-ইন-ওয়ান পিসিতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। পিসি ক্রয়ে গ্রাহক ন্যূনতম থেকে সর্বোচ্চ ছাড় মিলবে। ইউনিফাই অল-ইন-ওয়ান পিসির সঙ্গে ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো অফার ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

পিসি ও মনিটরের সঙ্গে র‌্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। তারহীন স্লিম ডেস্ক কম্পিউটার সেটআপ হিসেবে এমন পিসি দেশে ক্রমে জনপ্রিয় হচ্ছে। করপোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পিসির প্রয়োজন সামনে আসছে।

সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হওয়ার সঙ্গে এতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। অনলাইন সভায় প্রয়োজন পূরণ করবে এইচডি ওয়েবক্যাম।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো.

তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে ডেস্কটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসির কদর বাড়ছে। উল্লিখিত পিসি এমনভাবে ডিজাইন ও কনফিগারেশন করা, যাতে কম্পিউটার গ্রাহক নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরম্যান্স পান। রয়েছে ইচ্ছামতো কাস্টমাইজেশন সুবিধা। গ্রাহক তাঁর চাহিদা ও প্রয়োজনে ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।

বর্তমানে পাঁচটি ভিন্ন সিরিজের ২০টির বেশি মডেলের অল-ইন-ওয়ান পিসি রয়েছে। আগ্রহীরা প্রয়োজনে কয়েকটি ফিচার যুক্ত করে নিতে পারবেন। বিশেষ মূল্যে ফিচারযুক্ত কয়েকটি ভ্যারিয়েন্টে পিসিগুলো নেওয়া যাবে।

পিসির বৈশিষ্ট্যে রয়েছে ইনটেলের কোর আই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই, এইচডি ক্যাম ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। থাকবে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র হক

এছাড়াও পড়ুন:

ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে

ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।

নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।

ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।

সূত্র: টেক্লুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে