Samakal:
2025-08-01@18:56:25 GMT

গৃহবন্দি দুই প্রবাসীর পরিবার

Published: 13th, February 2025 GMT

গৃহবন্দি দুই প্রবাসীর পরিবার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সদস্যদের হাতে জিম্মি হয়ে থাকার অভিযোগ তুলেছেন দুই প্রবাসী সহদোর। চক্রটি চলাচলের রাস্তা আটকে দিয়ে তাদের রীতিমতো গৃহবন্দি করে রেখেছে। এমন পরিস্থিতি থেকে তাদের উদ্ধারে ব্যর্থ হয়েছে পুলিশও।

 উপজেলার সমরগাঁও গ্রামের বাসিন্দা দুই প্রবাসী ভাই আয়াজ আলী ও আরশ আলী এই অভিযোগের কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। এতে করে বাড়ি থেকে বের হতে পারছেন তাদের পরিবারের কেউ। ৮ ফেব্রুয়ারি ভোরে রাস্তা বন্ধ করার জন্য ওই বেড়া দেওয়ার সময়  ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। শেষ পর্যন্ত তারা বেড়া অপসারণে ব্যর্থ হয়ে ফিরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের মৃত আমীর উল্লার ছেলে আব্দুল বশির ও তার লোকজন ২০১৩ সালে একই গ্রামের প্রবাসী আয়াজ আলী ও তাঁর ভাই আরশ আলীর কাছে জমি বিক্রি করেন। এর পর থেকেই তারা দুই ভাই ওই জমি ভোগদখল করে আসছিলেন। কিছু বিষয় নিয়ে প্রবাসী দুই ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে গত ৮ ফেব্রুয়ারি বশিরের লোকজন আয়াজ-আরশদের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

এ ব্যাপারে আরশ আলীর স্ত্রী নাছিমা বেগম নবীগঞ্জ থানায় অভিযোগ দিলে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা বেড়া তুলে নেওয়ার জন্য আব্দুল বশিরকে অনুরোধ করলেও তিনি পুলিশের কথা আমলে নেননি। এর পর থেকে প্রবাসী পরিবারটি বাড়ির গণ্ডির বাইরে বের হতে পারছে না।

এ ব্যাপারে এসআই মোশাররফ আলী জানান, বেড়া তোলার জন্য চেষ্টা করেও পুলিশ ব্যর্থ হয়েছে। যেহেতু প্রতিপক্ষ আইন লঙ্ঘন করেছে, সেহেতু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউপি সদস্য মনু মিয়া জানান, পুলিশসহ তারা চেষ্টা করেও বেড়া সরাতে পারেননি। তারা এলাকায় দাপুটে পরিবারের লোকজন। তারা কোনো বিচার সালিশের তোয়াক্কা করে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ