সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা শপিং কমপ্লেক্স নামের একটি বিপণিবিতানের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা। গতকাল বুধবার রাতে এমন লেখা ভেসে উঠার পর অনেকে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। পরে তা ভাইরাল হয়। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার থানায় মামলা হয়। 

ভিডিওতে দেখা গেছে, কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিরাময় ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের ডিজিটাল সাইনবোর্ডে ‘চাচা, হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে’ লেখা ভেসে উঠে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে সুইচ বন্ধ করে দেন নিরাময় ডেন্টাল কেয়ারের পরিচালক ডা.

রুহুল আমিন। তিনি জানান, বুধবার রাতে কে বা কারা ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে এ কাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ব্যবসায়ী সমিতির সদস্যদের বরাত দিয়ে বলেন, ডিজিটাল সাইনবোর্ডটি হ্যাক করে ওই লেখা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিপণিবিতানের কেউ জড়িত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড জ ট ল স ইনব

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ