সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি প্রায় সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের প্রকৌশলী মোজাম্মেল হক।

তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শনিবার রাতে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এতে বগি ছিল ১৪টি। ট্রেনটি সিলেটের দক্ষিণ সুরমায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে মোগলাবাজার স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি সিলেট স্টেশনের প্রকৌশলীরা ও অন্যান্য উদ্ধারকারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলওয়ের কর্মীরা। বগিটি উদ্ধার করায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে এখন বগিটি উদ্ধার হওয়ায় দিনের অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ল ইনচ য ত

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ