রেফারিকে কী বলায় লাল কার্ড দেখলেন বেলিংহাম
Published: 16th, February 2025 GMT
কমপক্ষে ৪ ম্যাচ, সর্বোচ্চ ১২। হ্যাঁ, এই মুহূর্তে এমন বড় নিষেধাজ্ঞারই মুখে আছেন জুড বেলিংহাম। শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের ৩৮ মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এরপরই স্প্যানিশ রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।
বেলিংহামের দাবি, রেফারিকে এমন কিছু বলেননি, যাতে লাল কার্ড দেখানো যায়। এখানে ভুল–বোঝাবুঝি হয়েছে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, রেফারি বেলিংহামের ইংরেজি বোঝেননি।
স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লেখা হয়েছে ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার+কে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।
২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডারের দাবি, রেফারি বুঝতে ভুল করেছেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাঁকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’ কর্তৃপক্ষ ঘটনার ফুটেজ পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটিই নেবে বলে আশা প্রকাশ করেন বেলিংহাম।
রিয়ালের তারকা মিডফিল্ডার যখন লাল কার্ড দেখেন, রিয়াল মাদ্রিদ তখন ১-০ ব্যবধানে এগিয়ে। কিন্তু পরে ১০ জনের দল নিয়ে রিয়াল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেননি। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থানধারীরা।
ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তিও রেফারি বুঝতে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন। রেফারির পারফরম্যান্স বিশ্লেষণে তিনি বলেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটা আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর বেলিংহামের লাল কার্ডটা.
শুধু ওসাসুনার বিপক্ষে ম্যাচে নয়, সর্বশেষ তিন ম্যাচেই রেফারির নেতিবাচক ভূমিকার ভুক্তভোগী হয়েছেন বলেও দাবি আনচেলত্তির, যদিও শাস্তির ভয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করতে পারছেন না বলেও ইঙ্গিত করেছেন, ‘(রেফারিং নিয়ে) একটা সমস্যা আছে। সর্বশেষ তিন ম্যাচেই আমাদের সঙ্গে এমন কিছু হয়েছে, যা হওয়া উচিত ছিল না। আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ, পরের ম্যাচেও ডাগআউটে দাঁড়াতে চাই।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি জিরোনার বিপক্ষে। রেফারির প্রতিবেদন আমলে নেওয়া হলে এই ম্যাচসহ লিগে রিয়াল বেতিস ও রায়ো ভায়েকানো এবং সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে অবধারিতভাবে মাঠের বাইরে থাকতে হবে বেলিংহামকে, যা বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’