ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে অবকাশ যাপনের জন্য স্বামীকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।
স্বামী সনি পোদ্দারের সঙ্গে দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় প্রাকৃতিক পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতেই এ দম্পতির মালদ্বীপ সফর। সমুদ্রের জলে কমলা রঙের বিকিনিতে ঝড় তুলতে দেখা গেল এই অভিনেত্রীকে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে সৈকতের পাশে মোহমীয় রূপে দেখা যায় মিমকে।
আরো পড়ুন:
স্বামীকে নিয়ে টাইমস স্কয়ারে মিম
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মিম
মিমের এই পোস্টে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ লিখেছেন, “ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিম।” কারো মন্তব্য, “বরাবরই সাহসী আপনি।”
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র্যালি
সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।
এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে।
আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’