‘নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না’
Published: 16th, February 2025 GMT
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না। এখন সময় এসেছে জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দেওয়ার। তাই কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।”
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। সংস্কারের নামে বছরের পর বছর জনগণ অপেক্ষা করবে না। ১৬ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। তাই জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে আগানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবু, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আরশাদ রহমান সপু, ঢাকা জেলা দক্ষিণ যুবদলের সভাপতি, পাভেল মোল্লা প্রমুখ।
ঢাকা/শিপন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র স জনগণ র
এছাড়াও পড়ুন:
হামদর্দের গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা
গাজা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। ইসরায়েলি হামলায় গাজার প্রতিটি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশু, নারী, চিকিৎসক, মানবাধিকার কর্মী, সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মধ্যে গাজা শহরটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। যেখানে প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।
এ পরিস্থিতিতে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার আহ্বানে গত ২৬ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। হামদর্দের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অনুদান এবং শরবত রুহআফজা’র বিক্রয়লব্ধ লভ্যাংশ থেকে ফিলিস্তিনের গাজার জনগণের জন্য অর্থ সহায়তা হিসেবে প্রদান করবে।
এই অর্থ গাজার জনগণের জন্য জরুরি চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা, আশ্রয় এবং অন্যান্য মৌলিক প্রয়োজনে কিছুটা হলেও সহায়ক হবে। হামদর্দের এই উদ্যোগ গাজার জনগণের মানবিক সংকটের মধ্যে তাদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।
ঢাকা/ইভা