বানজারা সম্প্রদায়ের কন্যা মোনালিসা। পড়ালেখা শেখেননি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতেন ফুুলের মালা। কিন্তু একটা কুম্ভমেলা জীবন বদলে দিল মোনালিসার। ভারতের উত্তরপ্রদেশের কুম্ভমেলায় ফুলের মালা বিক্রি করা এই তরুণী পরিচিতি লাভ করেন ‘মহাকুম্ভ ভাইরাল গার্ল’ হিসেবে। কোন এক নেটিজেনের ক্যামেরায় নজর কাড়ে মোনালিসার মোহময় বাদামি চোখ। এরপর থেকে গ্ল্যামার দুনিয়া হাতছানি দিয়ে ডাকছে তাকে। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সানোজ মিশ্র তাকে ‘দ্য ডায়রি অব মণিপুর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এখন তার জীবনের সংগ্রাম ও সাফল্য নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

এমনকি বানজারা বা বেদে সম্প্রদায়ের মেয়েটি ভাবতেও পারেনি তার জীবনের গল্প একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এই যাত্রা শুধু তার নিজের নয়, বরং আধুনিক যুগে উপেক্ষিত ও নিপীড়িতদের জন্য এক শক্তিশালী দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

মোনালিসার জন্ম হয়েছিল ভারতের অন্যতম প্রান্তিক জনগোষ্ঠী বানজারা সম্প্রদায়ের এক পরিত্যক্ত প্রান্তিক গ্রামে। তার পরিবার ছিল বেদে সম্প্রদায়ের, যাদের ইতিহাস অনেকটাই অন্ধকার। সমাজের মূলধারা তাদের সবসময় অস্বীকার করেছে। তারা ইতিহাসের পাতায় কখনো স্বীকৃতি পায়নি, বরং উপেক্ষিত ও নিপীড়িত থেকেছে। তাদের জীবন দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বৈষম্য এবং সামাজিক বঞ্চনার শিকার হয়ে আসছে।

এই সম্প্রদায় একসময় ব্যবসা ও পরিবহন কাজে নিয়োজিত ছিল, কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৮৭১ সালের ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট-এর আওতায় তাদের "অপরাধী জনগোষ্ঠী" হিসেবে চিহ্নিত করা হয়। সেই সময় থেকে সমাজের মূলধারা তাদের দূরে ঠেলে দেয়, এবং দারিদ্র্যই তাদের জীবনের একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়ায়। দারিদ্র্য, শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধার অভাবে এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ এখনো জীবনের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন।

মোনালিসা ছোটবেলায় দেখেছিল তার পরিবারকে দারিদ্র্যের শিকার হয়ে কঠোর পরিশ্রম করতে। তাদের দিন কাটতো ভিখারি বা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে। এসবের মধ্যে, পড়াশোনার কোনো স্থান ছিল না। তবে মোনালিসা অন্যরকম ছিল। সে জানত, সে অন্য সবার মতো হতে চায় না। তার চোখে ছিল এক নতুন পৃথিবীর স্বপ্ন।

এ বছর মহাকুম্ভ মেলায় মোনালিসা ফুল বিক্রি করতে গিয়েছিল। তার গভীর নীল চোখ এবং স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকা ব্যক্তিত্ব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু তার সুন্দর চেহারা অনেকের দৃষ্টি আকর্ষণ করলেও, তার পরিচয় জানার পর অনেকেই তার কাছ থেকে মালা কিনতে চাইতেন না। তার সম্প্রদায়ের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব তাকে বারবার অপমানিত করেছে। কিন্তু এই রকম কঠিন পরিস্থিতির মধ্যেও মেয়েটি হাল ছাড়েননি।

একদিন হঠাৎ পরিচালক সানোজ মিশ্রের সঙ্গে দেখা হয় তার। সিনেমা নির্মাতা মিশ্র তার মধ্যে এক বিশেষ কিছু দেখতে পেলেন। মোনালিসা যে এক অনন্য সম্ভাবনার প্রতিচ্ছবি তা স্পষ্ট বুঝতে পেরেছিলেন তিনি। সেই মুহূর্তেই একটি সিনেমায় অভিনয়ের সুযোগ দিলেন।  শুধু তার সৌন্দর্যের কারণে নয়, বরং তার আত্মবিশ্বাস এবং সংগ্রামী মানসিকতার জন্যই তিনি মোনালিসাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিশ্র তাকে শিক্ষার আলোয় নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

মিশ্র তাকে অক্ষর শেখানো শুরু করলেন। একদিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মিশ্র তাকে অক্ষর শেখাচ্ছেন এবং ধীরে ধীরে তিনি লিখতে ও পড়তে শিখছেন। ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ল এই ভিডিওটি দেখে অনেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহের প্রশংসা করেছেন। এই সেই মোনালিসা, যার জীবন ছিল খুব কঠিন, এখন এক নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন। তার সংগ্রাম, তার শিক্ষা এবং তার নতুন দৃষ্টিভঙ্গি সারা দেশে আলোচিত হতে লাগল।

আজ, মোনালিসা শুধু মহাকুম্ভ মেলার "ফুল বিক্রেতা" হিসেবে পরিচিত নয়। তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক, যা কঠিন পরিস্থিতি, দারিদ্র্য, এবং বৈষম্যের মধ্যেও সম্ভব। মোনালিসা শিখিয়েছে যে, জীবনে যদি সঠিক সুযোগ এবং সহায়তা পাওয়া যায়, তাহলে জীবনের এক একটি অধ্যায় বদলে যেতে পারে। সে এখন একজন অভিনেত্রী, একজন শিক্ষার্থী, এবং সবচেয়ে বড় কথা, সে একটি অনুপ্রেরণা। তার জীবনের গল্প শুধু তার নিজের নয়, বরং সকল প্রান্তিক মানুষের জন্য এক নতুন আশার বাতিঘর হয়ে উঠেছে।

মোনালিসার জীবনের সংগ্রাম অনেকাংশে মিল পাওয়া যায় বিশিষ্ট লেখক লক্ষ্মণ গায়কোয়াড়ের সঙ্গে, যিনি বানজারা সম্প্রদায়ের প্রথম শিক্ষিত ব্যক্তিদের একজন। তার আত্মজীবনীমূলক বই "উচ্ছক্কা"-তে তিনি তার জীবনসংগ্রামের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, কীভাবে তার পরিবার ও সমাজ শিক্ষাকে অগ্রহণযোগ্য মনে করত। ছোটবেলায় তিনি স্কুলে যেতে শুরু করলে তার সম্প্রদায়ের মানুষ তাকে অপয়া বলত। তবে গায়কোয়াড় সব প্রতিকূলতা জয় করে পড়াশোনা করেন এবং পরবর্তীতে লেখক ও সমাজকর্মী হিসেবে খ্যাতি অর্জন করেন। তার বই "উচ্ছক্কা" আজ ভারতের বহু ভাষায় অনূদিত হয়েছে এবং অনেক প্রান্তিক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আজকের দিনে দাঁড়িয়ে মোনালিসা শুধু নিজের জীবনের পরিবর্তন নয়, বরং সমগ্র বানজারা সম্প্রদায়ের জন্য এক নতুন আশার আলো। তার ভাইরাল হওয়া শুধু তার সৌন্দর্যের কারণে নয়, বরং তার সংগ্রামী জীবনের কারণে মানুষ তাকে গ্রহণ করছে। তার শিক্ষা ও অভিনয়ের পথে যাত্রা আবারও প্রমাণ করে কারো জীবন বদলে দিতে একটি সুযোগ এবং একটি সহানুভূতিশীল হাত যথেষ্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গল্প ছড়িয়ে পড়ার ফলে অনেকেই এখন বানজারা সম্প্রদায়ের মানুষদের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করেছেন। মোনালিসার গল্প আমাদের মনে করিয়ে দেয় সমাজে যারা উপেক্ষিত, তাদের মধ্যে অজস্র প্রতিভা লুকিয়ে থাকে। তার সংগ্রাম, তার অভ্যন্তরীণ শক্তি, এবং তার শিক্ষা-ভিত্তিক পরিবর্তন একটি বিপ্লব ঘটিয়েছে। আজকের মোনালিসা আর ফুল বিক্রেতা নয়। সে এখন একটি নতুন সম্ভাবনার প্রতীক। তার গল্প একদিন পরিণত হবে অন্যদের জীবন পরিবর্তনকারী গল্পে।

এটি শুধু মোনালিসার গল্প নয়, এটি শিক্ষার শক্তি, আত্মবিশ্বাসের জয়, এবং মানবতার রূপান্তরের গল্প। এই কাহিনী প্রমাণ করে দেয় জীবনে পরিবর্তন আনতে যদি সঠিক সুযোগ ও সহায়তা দেওয়া হয়, তবে একেকটি জীবন হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে সুন্দর গল্প।

তাই মোনালিসার নাম আজ একটি পরিচিত নাম। তার সংগ্রামের এই নতুন অধ্যায় অনেকের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। তার কাহিনী এক জীবন্ত প্রমাণ যে, যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব, যদি সাথে থাকে সঠিক পথপ্রদর্শক। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে, বানজারা সম্প্রদায়ের শিশুরাও শিক্ষিত হয়ে উন্নত ভবিষ্যৎ গড়তে পারবে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ বন র স ত র জ বন র জ বন র স ন দর র পর ব ত র পর র জন য একদ ন

এছাড়াও পড়ুন:

সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন

প্রথিতযশা অধ্যাপক ও পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেন ছিলেন একজন সব্যসাচী মানুষ। তিনি নিজের কাজের মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন। তাঁর ঐতিহ্য শিক্ষার্থীদের ধারণ করতে হবে।

জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে স্মারক বক্তৃতা, বৃত্তি, পদক, পুরস্কার ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের যৌথ আয়োজক কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট।

অনুষ্ঠানে ‘যুগলের বন্ধন: কাজী নজরুল ইসলাম-কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। তিনি দুই বন্ধুর সম্পর্কের রসায়নের নানা দিক তুলে ধরেন।

প্রধান অতিথি বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এই অনুষ্ঠানের দুটো প্রাপ্তি আছে। প্রথমত, মানুষের অবদান ও মেধাকে স্বীকার করা হচ্ছে। দ্বিতীয়ত, এই উপমহাদেশের একজন প্রথিতযশা সব্যসাচী মানুষের ঋণ স্বীকার করা হচ্ছে।

কাজী মোতাহার হোসেন যেকোনো বিবেচনায় একজন দার্শনিক বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন। প্রথম সারির পরিসংখ্যানবিদ, বিভাগের প্রতিষ্ঠাতা ছাড়াও তিনি অনেকগুলো সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, প্রভাব বিস্তার করেছেন। একজন মানুষের ছোট জীবদ্দশায় এত গুণ সন্নিবেশিত করা কঠিন। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।

সবাইকে নিয়ে চলা, প্রতিষ্ঠান তৈরি করা, নিজের জগতের বাইরে নানা কিছুতে হাত বাড়িয়ে দেওয়ার মতো ঐতিহ্য কাজী মোতাহার হোসেন করে গেছেন বলে উল্লেখ করেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, তাঁর সম্মানে যাঁরা আজ স্বীকৃতি পেলেন, তাঁরা এই ঐতিহ্যকে ধারণ করবেন। এটা (বিশ্ববিদ্যালয়) যে সামাজিক প্রতিষ্ঠান, সে বার্তা দেবেন। যেসব শিক্ষার্থী সম্মাননা পাচ্ছেন, তাঁদের ছোট প্রোফাইল তৈরি করে ওয়েবসাইটে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবদুল মাজেদ বলেন, কাজী মোতাহার হোসেন একজন সব্যসাচী মানুষ ছিলেন। বিজ্ঞানের এমন কোনো দিক নেই, যেখানে তাঁর পদচারণা ছিল না। তিনি দাবা খুব পছন্দ করতেন। দাবা খেলার কথা শুনলে তিনি ছুটে যেতেন। কাজী মোতাহার হোসেনকে নিয়ে তাঁর শোনা নানা গল্প তিনি স্মৃতিচারণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাফর আহমেদ খান বলেন, কাজী মোতাহার হোসেন পরিসংখ্যান চর্চার পথিকৃৎ ছিলেন। বিজ্ঞান, দাবাচর্চারও পথিকৃৎ ছিলেন। এমন কোনো পুরস্কার নেই যে, তিনি পাননি। তাঁর দেখানো পথে যেন শিক্ষার্থীরা নিজেদের আলোকিত করতে পারেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন। এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভিন্ন বর্ষের সেরা শিক্ষার্থীদের বই, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া কাজী মোতাহার হোসেনকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • গঙ্গাচড়ায় হিন্দুবাড়িতে হামলা ঠেকাতে ‘পর্যাপ্ত’ ব্যবস্থা নেওয়া হয়নি
  • নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর
  • দেশের চারজনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার
  • ফ্যাসিবাদ, উগ্রবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে
  • ডেঙ্গুতে দুজনের, করোনাভাইরাসে একজনের মৃত্যু
  • জাওয়াইদেহ বেদুইনদের মৌখিক সাহিত্য
  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন