লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা অঞ্চলে একটি পাবলিক ট্রানজিট বাস খাদে পড়ে যায়। 

বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চোক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আমরা এখনও মরদেহ উদ্ধার করছি।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়। 

পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটি যে পাহাড়ি পথে যাচ্ছিল, সেখানে অনেক বাঁক-বাঁক ছিল। দুর্ঘটনার আরেকটি কারণ গতিও হতে পারে বলে তিনি জানান।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ২ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ