বগুড়ায় শেষ হলো দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা
Published: 18th, February 2025 GMT
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকায় দুই দিনব্যাপী পদার্থ বিজ্ঞান মেলা শেষ হয়েছে। ব্যতিক্রম এ মেলার শেষ দিনে মঙ্গলবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবন প্রদর্শন করে। মেলায় ২২টি উদ্ভাবন প্রদর্শন করা হয়।
এতে জুনিয়র গ্রুপে দাড়িদহ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘নিদিষ্ট দুরত্বে বিদ্যুৎ প্রেরনের জন্য তারের ব্যাস নির্নয়’ উদ্ভাবন করে প্রথম স্থান অর্জন করে। সিনিয়র গ্রুপে দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘রেকটিফিকেশন’ উদ্ভাবন করে দ্বিতীয় হয়েছে। আর ‘আবেশক নির্মাণ’ উদ্ভাবন করে তৃতীয় হয়েছে বিশেষ গ্রুপ।
মঙ্গলবার বিকেলে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, দাড়িদহ ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিক, দাড়িদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান মেলার উদ্যোক্তা ফরিদুল ইসলাম।
ফরিদুল ইসলাম জানান, তিনি এলাকার স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে পদার্থ বিজ্ঞান শেখান। তার বাড়িতে একটি পদার্থ বিজ্ঞান বিষয়ে ল্যাব তৈরি করেছেন। সেখানে হাতে-কলমে শিক্ষার্থীদের শেখানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: পদ র থ ব জ ঞ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫