বক্স অফিসে ‘ছাবা’ সিনেমার ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন
Published: 19th, February 2025 GMT
রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় এটি। রাশমিকা মান্দানা অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি।
লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমা নির্মাণে খুব বড় অঙ্কের অর্থ ব্যয় হয়নি। তবে মুক্তির প্রথম দিনই বক্স অফিসে সাড়া ফেলে এটি। সেই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। এরই মধ্যে আড়াই শ’ কোটি রুপি আয়ের পথে ছুটে চলেছেন ভিকি-রাশমিকা। কিন্তু এ সিনেমায় অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?
কইমইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এজন্য তাকে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক দিতে হয়েছে; যা সিনেমার মোট বাজেটের সাত শতাংশ। ‘ব্যাড নিউজ’ সিনেমার জন্যও একই পরিমাণ পারিশ্রমিক নেন ভিকি। যদিও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ভিকি।
আরো পড়ুন:
ভিকি-রাশমিকার জয়রথ চলছেই
৪ দিনে রাশমিকা-ভিকির সিনেমার আয় ২৭৩ কোটি টাকা
সম্ভাজি মহারাজের স্ত্রী অর্থাৎ ভিকির স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য রাশমিকা মান্দানা নিয়েছেন ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। গুণী এই অভিনেতা নিয়েছেন আড়াই কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি)। এর আগে ‘দৃশ্যম টু’ সিনেমায় অভিনয় করেন অক্ষয় খান্না। ২০২২ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির জন্য ২ কোটি রুপি নিয়েছিলেন। সে হিসাব অনুযায়ী, পারিশ্রমিক বৃদ্ধি করেছেন তিনি।
তা ছাড়া অভিনেতা আশুতোষ রানা, দিব্যা দত্ত যথাক্রমে পারিশ্রমিক নিয়েছেন— ৮০ ও ৪৫ লাখ রুপি।
দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। পাঁচদিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২২৮.
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।