পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সবকিছুরই ক্ষয় আছে, এমনকি এই পৃথিবীরও; সেখানে মানুষের কীর্তি তো আরও ছোট বিষয়। যেমন ধরুন, পেপ গার্দিওলা। তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ এ প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠতে পারবেন না, তা ভাবাই কষ্টকর। কারণ, গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এর আগে কখনো এমন কিছু দেখা যায়নি, সিটিও গার্দিওলার অধীন শেষ ষোলোর আগে কখনো বাদ পড়েনি। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে সেই রূঢ় বাস্তবতা দেখে ফেলার পর ম্যানচেস্টার সিটি কোচ দার্শনিকের মতো বলেছেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়।’

আরও পড়ুনজাদুকর এমবাপ্পের হ্যাটট্রিকে সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল৬ ঘণ্টা আগে

সামনে যে এমন কিছু চোখ রাঙাচ্ছে, গার্দিওলা তা টের পাননি, সেটা বলা যাবে না। ইতিহাদে প্লে-অফ প্রথম লেগ ৩-২ গোলে হারের পর রিয়ালের মাঠে ফিরতি লেগ জয় এমনিতেই খুব কঠিন। গার্দিওলার চোখে শুরুতে জয়ের সম্ভাবনা ছিল মাত্র ‘১ শতাংশ’। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পরে সম্ভবত বলেছেন, তিনি মিথ্যা বলেছেন, জয়ের সুযোগের হার আরও বেশি। অর্থাৎ গার্দিওলা সম্ভবত ভাবেননি, সিটিতে যে রাজত্বের শুরু করেছিলেন তিনি ৯ বছর আগে, সেটার অবসান ঘটবে এতটা অসহায়ভাবে।

অসহায়? সিটির প্রায় এক যুগের আধিপত্যের অবসানের কথা বলা হচ্ছে ঠিক এ কারণেই। বিবিসির মতে, দুই লেগেই সিটি যেভাবে হেরেছে, তাতে কথাটা এভাবে বলা যায়, ‘মাদ্রিদে ম্যানচেস্টার সিটির আত্মসমর্পণের মধ্য দিয়ে যুগাবসান ঘটল।’

মাঠের লড়াইয়ে পেরে উঠছিল না সিটি। ডাগআউটে এমন অসহায় সময়ই কেটেছে গার্দিওলার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ